১ সেপ, ২০১২

Download সূর্য দীঘল বাড়ি ১৯৭৯





বাংলা ১৩৫০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অবিভক্ত ভারতের বাংলায় ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের আকাল নামে যে দুর্ভিক্ষ হযেছিল তাতে প্রাণ হারায় বহু লক্ষ দরিদ্র মানুষ। যারা কোনমতো শহরের লঙ্গরখানায় পাত পেতে বেঁচে থাকতে পেরেছিল তদেরই একজন আকালের সময় স্বামী পরিত্যক্তা জয়গুন। সঙ্গে তার মৃত প্রথম স্বামীর ঘরের ছেলে ও দ্বিতীয় স্বামীর ঘরের মেয়ে। আরো আছে মৃত ভাইদের স্ত্রী-পুত্র। তারা গ্রামে ফিরে এসে এমন একখণ্ড জমিতে ঘর ওঠায় যা অপয়া ভিটা বলে পরিচিত ছিল। জীবনের যুদ্ধে যখন সে প্রাণপণে লড়ছে তখন তার প্রতি দৃষ্টি পড়ে গাঁয়ের মোড়লের। দ্বিতীয় স্বামীও তাকে আবার ঘরে তুলতে চায়। সে কারো প্রস্তাবেই সায় দেয় না। কিন্তু এ দুজনের সাক্ষাৎ ঘটে এবং মোড়ল তার প্রতিযোগীকে হত্যা করে। ঘটনার একমাত্র দর্শক হিসেবে জয়গুনকেও মূল্য দিতে হয় অন্যভাবে। এই কাহিনীর বিচিত্রতার মধ্যে মূল বিষয় একটিই; তা হচ্ছে কুসংস্কার, সম্পদ, ধর্ম, প্রতিপত্তি, সামাজিক বিধি-নিষেধ, এমনকি জাতীয়তাবোধ-এসব কিছুকেই কাজে লাগিয়ে শ্রমজীবী ক্ষুধার্ত মানুষের ক্রমাগত শোষন।

মূল অভিনয়: ডলি আনোয়ার, জহিরুল হক, রওশন জামিল, আরিফুল হক, কেরামত মাওলা, এটিএম শামসুজ্জামান, হাসান ইমাম, ফখরুল হাসান বৈরাগী, নাজমুল হুদা বাচ্চু ও ইলোর গওহর।

চিত্রগ্রহণ: আনোয়ার হোসেন, সম্পাদনা: সাইদুল আনাম টুটুল, সঙ্গীত পরিচালনা: আলাউদ্দিন আলী।

বাংলাদেশে প্রথম সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র।
মূল গল্প: আবু ইসহাক (সূর্য দীঘল বাড়ি)
চিত্রনাট্য ও পরিচালনা: মসিহ্উদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী।


অ্যাওয়ার্ডসমূহ
9 National Awards (Bangladesh) in 1979
6 Awards by Bangladesh Cine-Journalists Association in 1979
Film Ducat Award in Mannheim Film Festival, Germany, 1980
Catholic Jury Award in Mannheim Film Festival, Germany, 1980
Evangelical Jury Award in Mannheim Film Festival, Germany, 1980
Don Quixote Award in Figuera da Foz Film Festival, Portugal, 1980

 

 File Size: (401 MB)

Mediafire.com Download Links




.................................................................................................................
Exoshare.com Single Download LinkClick Here To Download

Enjoy!!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন