১৩ নভে, ২০১৩

How to Send Messages on Facebook After Getting Blocked! কিভাবে ব্লক থাকার পরও ফেসবুক থেকে কাউকে মেসেজ পাঠাবেন ?





Facebook has policies in place to stop behavior that other people may find annoying or abusive.When you sent a lot of messages recently or people reported your messages as unwelcome then u get blocked by messaging service of Facebook.This block is temporary. You can still use other Facebook features to connect with your confirmed friends.But to send message in above condition,what to do? How to send messages on Facebook after getting Blocked???The trick is very simple n you only need to have Facebook user name of your message receiver.


Steps to send messages on Facebook after getting Blocked:

1.Login to your primary e-mail account(gmail/yahoo).

2.Go to compose mail.

3.Now enter the user name of your friend as username@facebook.com.

4.Type in the message whatever you want to send.

5.Now send the message.

Done!!!


ফেসবুকে মেসেজ ব্লক?
কাউকে মেসেজ পাঠাতে পারছেন না?

সমাধানঃ

১) ফেসবুকে আপনার প্রাইমারী ইমেইল যেটা দেয়া আছে(yahoo, gmail, hotmail ইত্যাদি) তাতে লগ ইন করুন

২) compose mail এ ক্লিক করুন

৩) এবার যাকে মেসেজ পাঠাতে চান, তার ইউজার নেমটি এভাবে(যেমনঃ abcd@facebook.com) লিখুন

৪) মেসেজ টাইপ করুন

৫) এবার মেসেজটি পাঠিয়ে দিন

৬) Done !!

আমার ফেসবুক ফ্যানপেইজ Hacker Is Bettter 

©Hacker Is Better

৮ নভে, ২০১৩

Photoshop Tutorial>কিভাবে একটি ছবির উপর বৃষ্টির effect দিবেন?

Main Image
এই ছবিতে যদি বৃষ্টির Effect দেয়া যায়, তাহলে কেমন হবে? নিচের ছবিতে দেখতে পাচ্ছেন, ফটোশপ দিয়ে একটি ছবির উপর বৃষ্টির Effect দেয়া হয়েছে। এবং এটা বুঝার উপায়ও নেই। প্রাথমিকভাবে মনে হবে, হয়তো সত্যি সত্যিই বৃষ্টি হচ্ছিল।


After Rain Effect

কাজটি কিভাবে করবেন? নিচে step by step দেখাচ্ছি, আশা রাখছি আপনি খুব সহজেই কাজটি প্র্যাকটিস করে শিখে ফেলতে পারবেন।


Step 1: Duplicate The Background Layer

প্রথম কাজ হচ্ছে, Background layer এর Duplicate তৈরি করতে হবে।
নিচের ছবিটি হচ্ছে Backgroud layer.এর Duplicate layer তৈরি করতে
কি বোর্ড থেকে crtl+J চাপুন।

খেয়াল করে দেখুন, নিচের ছবিটির মতো background layer এর উপর
Layer 1 নামের একটি নতুন লেয়ার এসেছ। যা background layer এর ডুপ্লিকেট।



Step 2: Add Some Extra Canvas Space Around The Image

এখন নিচের ছবির মতো background color white এবং foreground color
Black করে নিন। 


এবার crop tool ব্যবহার করতে হবে। এজন্য নিচের ছবিটির মতো crop
Tool টি সিলেক্ট করে নিন।


এবার ইমেজের উপর থেকে ক্লিক করে নিচের দিকের
শেষ পর্যন্ত drag করুন। এবার ইমেজের window টির নিচের দিকের শেষ প্রান্তে Arrow চিহ্ন আসলে ক্লিক করে ইমেজের window টি নিচের দিকে টেনে বড় করে নিন।এবার নিচের ছবিটির মত উপর নিচের ও ডানে বামে selected প্রান্ত গুলো টেনে একটু বড় করে নিন। এবার কীবোর্ড থেকে Enter চাপুন। অতিরিক্ত জায়গাটি সাদা হয়ে গেছে।




Step 3: Add A New Blank Layer

এবার একটি নতুন blank layer নিতে হবে। তাই ডান দিকের নিচে create a new layerবাটনে ক্লিক করুন। নিচের ছবিটির মতোঃ

খেয়াল করুন, layer 1 এর উপর layer 2 নামের একটি নতুন layer দেখা যাচ্ছে।
নিচের ছবির মতোঃ


Step 4: Fill The New Layer With Black

এবার কীবোর্ড এর Alt বাটন চেপে backspace (Alt+Backspace) press করুন।
আপনার আসল ছবিটি temporarily hide হয়ে যাবে। ছবিটি সম্পূর্ণ কালো হয়ে যাবে।

Step 5: Add Noise To The Layer


এবার Filter >Noise>Add noise এ ক্লিক করুন। নতুন একটি window আসলে amount 150.00 % করে দিন। Distribution টি Uniform করে দিন।এবং Monochromatic এ টিক দিয়ে ওকে করে দিন। নিচের ছবির মতোঃ



Step 6: Apply The Gaussian Blur Filter To The Noise

Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করুন। নতুন একটি window আসলে
Radius 0.5 করে দিয়ে ওকে করুন।



Step 7: Add A Levels Adjustment Layer

নিচের ছবির মতো


ডান দিকের নিচে কীবোর্ড থেকে
Alt চেপে ধরে create new fill or adjustment layer
ক্লিক করে না ছাড়বেন না, একটি লিস্ট আসলে, সেখান থেকে level এ ক্লিক করলে নতুন একটি window আসবে।  নিচের ছবির মতোঃ


Layer to Create Clipping Mask:

নতুন যে window টি আসবে, সেখানে use previous layer to create clipping mask এর উপর টিক দিয়ে ওকে করে দিন।

Step 8: Reduce The Amount Of Noise And Increase Its Contrast

এখন আরেকটি নতুন window আসলে
Input Levels 134 1.00 189
করে ওকে করে দিন।
নিচের ছবির মতোঃ
 
OK করার পর নিচের ছবির মতো আসবে





Step 9: Apply The Motion Blur Filter To The Noise

এবার layer 2 এর উপর ক্লিক করুন।


Filter>Blur>Motion blur
ক্লিক করুন। একটি Dialog box আসলে Angle 60 এবং Distance 50 করে ওকে করে দিন। নিচের ছবিটির মতোঃ



Step 10: Re-Adjust The Black And White Sliders In Levels As Needed


নিচের ছবিটির মতো Layer palette এর উপর double click করুন। নিচের ছবির মতো একটি window আসলে সেখানে Input Levels 73 1.00 158 করে ওকে করে দিন।

Ok
ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি ছবি আসবে।


Step 11: Crop Away The Extra Canvas Space


এবার Layer 1 এর উপর right click করুন। তারপর select pixels এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

নিচের ছবিটির
মতো পাশের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এবার Image menu থেকে crop এ ক্লিক করুন। কাজ হয়ে গেলে কিবোর্ড থেকে crlt+D চাপুন।


Step 12: Change The Blend Mode Of The Noise Layer To “Screen”


কাজ প্রায় শেষের দিকে।Layer 2 এর উপর একটি ক্লিক করে সিলেক্ট করুন। এবার Layers / Channel / Paths এখান থেকে Layers এ ক্লিক করুন। প্রাথমিক অবস্থায় Normal ছিল, আপনি Screen এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
আপনি এখন আপনার original ইমেজে উপর বৃষ্টির effect দেখতে পাবেন।
নিখুঁত ভাবে কাজটি করা হয়ে গেল।  



এছাড়া নিচের কাজটিও দেখতে পারেন। এটাও একইভাবে rain effect দিয়ে করা।



Add caption






Created by Hacker Is Better
©Hacker Is Better

৫ নভে, ২০১৩

পেনড্রাইভকে কিভাবে বুটেবল করে Windows সেটাআপ দিবেন?VIDEO tutorial


How to make a bootable pendrive?
How to convert any file/CD/DVD to ISO?

আজ একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করছি, যেখানে খুব সহজে কিভাবে পেনড্রাইভকে বুটেবল করে উইন্ডোজ সেটআপ দেয়া যায় তা দেখানো হয়েছে এবং যে কোন ফাইল/ফোল্ডার/সিডি/ডিভিডি কে iso তে কনভার্ট করা যায় তাও দেখানো হয়েছে। নিচের লিঙ্ক থেকে ২টি সফটওয়্যার ডাউনলোড করে নিন। মুলত এই দুটি সফটওয়্যার দিয়েই কাজ করতে হবে।
ফাইল সাইজঃ ৬ মেগাবাইট
এখানে ক্লিক করুন

নিচের লিঙ্ক থেকে ভিডিও টিউটোরিয়ালটি ডাউনলোড করে নিনঃ
ফাইল সাইজঃ ৯০ মেগাবাইট

এখানে ক্লিক করুন

©Hacker Is Better
          2013

১ নভে, ২০১৩

Photoshop Video Tutorial in Bangla(Water reflection effect)


কিভাবে একটি ছবিতে water reflection effect দিবেন? সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

এখানে ক্লিক করুন
Original Photo
Final result


উপরের original photoটি ডাউনলোড করে ফটোশপে ওপেন করে নিজে নিজে প্র্যাকটিস করুন।
ভিডিও টিউটোরিয়ালটি আমি (এডমিন ) তৈরি করেছি। এটা আমার তৈরি করা প্রথম ভিডিও টিউটোরিয়াল। তাই ছোট খাটো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আপনাদের জন্য একটি exercise দিচ্ছি। নিচের ইমেজটির উপর water effect দিন। যেন final result imageটির মতো হয়।





Final Result.
কিছু জানার থাকলে মন্তব্য করুন।
©Hacker Is Better