১৩ ডিসে, ২০১৩

Check your antivirus is working or not !!




আপনার পিসিতে ইন্সটল করা এন্টিভাইরাসটি কি ঠিকমত কাজ করছে?
আসুন একটু চেক করে দেখি !!

Step 1: প্রথমে একটি নোটপ্যাড খুলুন। এবার নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেস্ট করে দিন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
নিচের  চিত্রটি লক্ষ্য করুন।
Step 2: পেস্ট করা হয়ে গেলে এটি সেভ করুন। File name এর ঘরে লিখুন hib.vbs এরপর সেভ বাটনে ক্লিক করে যে কোন জায়গায় সেভ করুন।
Step 3: এবার তৈরিকৃত ফাইলটি রান করুন। রান করার সাথে সাথে যদি দেখেন যে আপনার কম্পিউটারে ইন্সটল করা এন্টিভাইরাসটি এটিকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করেছে, তাহলে ভাববেন যে আপনার এন্টিভাইরাসটি কাজ করছে। আর যদি না ধরতে পারে, তাহলে ভাববেন যে আপনার এন্টিভাইরাসটি কাজ করছেনা।

©Hacker Is Better
2013

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন