২৩ জানু, ২০১৪

Hacking Rules-গুলো জেনে নিন ↓




Hacking rules :-
•♦ কোন সিস্টেম নষ্ট করবেন না। এটা আপানাকে বিড়ম্বিত করা ছাড়া আর কিছুই দিবেনা।

•♦ হ্যাকিং প্রজেক্টের কোন তথ্য কারো সাথে শেয়ার করবেন না। তবে সে যদি এমন কেউ হয় যে কখনই আপনার খারাপ কিছু করবেনা, তার সাথে শেয়ার করা যায়।

•♦ আসল নাম অথবা ফোন নাম্বার ব্যবহার করবেন না।

•♦ কোন সিস্টেম হ্যাক করার সময়, আপনার আঙ্গুলের ছাপ নেই এরকম সিউর হয়ে সে সিস্টেম ছেড়ে যাবেন।

•♦ সরকারী কোন কম্পিউটার হ্যাক করা থেকে বিরত থাকবেন।(যারা সরকারী ওয়েবসাইট /সিস্টেম ইত্যাদি হ্যাক করে, তারা অবশ্যই নাগালের বাইরে থাকতে পারবে এমন হ্যাকার হয়েই কাজ করে।আপনি শখের বশে এটা করতে গিয়ে ধরা খেয়ে গেলে কি শাস্তি হতে পারে তা মনে হয় বলার অপেক্ষা রাখেনা।)

•♦ আপনার বাড়ির ল্যান্ড ফোনে হ্যাকিং প্রজেক্ট সংক্রান্ত কোন কিছু আলাপ করবেন না।

•♦ সতর্কতা অবলম্বন করুন। আপনার হ্যাকিং কাজের সব টুলস নিরাপদে রাখুন।

•♦ ওয়েবসাইটে হ্যাকিং সংক্রান্ত টিউটোরিয়াল অনুসরন করার আগে ১০ বার ভেবে দেখুন। কারন এমন অনেক টিউটোরিয়াল আছে , যা নিজেই একটি ট্র্যাপ। পা দিলেন তো ফেঁসে যাবেন।

•♦ সত্যিকারের 'হ্যাকার' হতে গেলে কিছু না কিছু তো হ্যাক করুন। কারন ১০তলায় উঠতে প্রথম তলা অতিক্রম করতে হয়ে। তাই শুরুটা সহজ হ্যাকিং হলেও, আস্তে আস্তে ভাল হ্যাকার হতে পারবেন।

•♦ পাইলাম আর ইন্সটল করলাম। এই মনোভাব ত্যাগ করুন। অনেক হ্যাকিং সফটওয়্যার আপনাকেই হ্যাক করতে পারে।

Share it.......© Hacker Is Better

২১ জানু, ২০১৪

অভ্র দিয়ে ফটোশপে বাংলা লেখার সহজ পদ্ধতি।




ফটোশপে বাংলা লিখতে গেলে ফন্ট সমস্যা প্রায়ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ফটোশপে বাংলা ফন্ট এর ঝামেলার কারনে বাংলা লিখতে পারেন না। অনেকে পিকাসা দিয়ে বাংলা লিখে থাকেন। আজ আপনাদের কে শেখাবো , কিভাবে অভ্র দিয়ে ফটোশপে বাংলা লেখা যায়। নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) প্রথমে ফটোশপে একটি ইমেজ ওপেন করুন। টুলবার থেকে টেক্সট সিলেক্ট করে নিন।



২) এখন ফটোশপের ফন্ট পরিবর্তন করে Siyam Rupali Ansi ফন্টটি সিলেক্ট করে দিন।

৩) যদি বাংলা সঠিক ভাবে লিখতে সমস্যা হয়, তাহলে অতিরিক্ত হিসেবে নিচের কয়েকটি  ধাপ অনুসরন করুন।

৪) ডেক্সটপে থাকা অভ্র টুলবারের উপর ক্লিক করে সেখান থেকে Option এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি উইন্ডো পাবেন।



৫) এখান থেকে Global Output অপশন দেখতে পাবেন এবং তার উপর ক্লিক করুন। Output As ANSI(Experimental) অপশনে টিক দিন।



৬) Use ANSI Anyway ক্লিক করে apply >ok করে বের হয়ে আসুন।



৭) এবার আপনি সহজেই ফটোশপে বাংলা লিখতে পারবেন।

 আমার ফেসবুক ফ্যানপেজ Hacker Is Better     

©Hacker Is Better
Spread Your Knowledge

৯ জানু, ২০১৪

How To Create Blog Step by Step Process (কিভাবে নিজের ব্লগ তৈরি করবেন?)

  Step By Step Process:

STEP 1:
             www.gmail.com থেকে একটি নতুন জিমেইল account খুলে নিন। যদি জিমেইলে account থেকে থাকে, তাহলে নতুন একাউন্ত খুলতে হবেনা। 


STEP 2: 
            এবার www.blogger.com এ প্রবেশ করুন।

           আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিন।
Blogger


STEP 3:
            Blogger Profile প্রোফাইল তৈরি করুন। নিজের সম্পর্কে তথ্য, ছবি ইত্যাদি ...

Blogger Create


STEP 4:
            নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

Create Blogger


STEP 5:
            New Blog এ ক্লিক করুন।
            Title:আপনার পছন্দ অনুযায়ী ব্লগের নাম দিন---যেমন:Computer World        
            Adress:এবার আপনার ব্লগের ঠিকানা যা দিতে চান, তা লিখুনঃ                 যেমন:computerworld.blogspot.com
            এবার Create Blogএ ক্লিক করুন।



STEP 6:
             View Blog এ ক্লিক করুন।



STEP 7:
             Post List এ ক্লিক করুন।

Post List


 STEP 8:
             Create Page এ ক্লিক করুন।.Click Pages এ ক্লিক করুণ।

Create Page


    
Create Page


STEP 9:
            New Post এ ক্লিক করুন। তারপর একটি ব্লেঙ্ক পেজ আসলে সেখানে আপনি পোস্ট লিখুন। তারপর publish বাটনে ক্লিক করুন।
         
Enter Post



Enter Data

STEP 10:
             Post View তে ক্লিক করুন।
             একটি url তৈরি হবে। এটি কপি করুন। এবার ফেসবুক বা যে কোন ওয়েবসাইটে এই লিঙ্কটি পেস্ট করে দিন। লিঙ্কে ক্লিক করলে আপনার তৈরিকৃত পোস্টটি প্রদর্শিত হবে।

©Hacker Is Better
                          spread your knowledge


৭ জানু, ২০১৪

How To Convert 1GB Memory Card To 2GB Memory Card !!!!(কিভাবে ১ জিবি মেমরি কার্ডকে ২ জিবিতে কনভার্ট করবেন?)

কিভাবে ১ জিবি মেমরি কার্ডকে ২ জিবিতে কনভার্ট করবেন? 1. মেমরি কার্ডটি আপনার পিসিতে প্রবেশ করান

2. মেমরি কার্ডে থাকা ডাটাগুলোর ব্যাকআপ রাখুন। কারন আপনাকে মেমরি কার্ডটি ফরমেট করতে হবে।

3.এবার  CLICK HERE TO DOWNLOAD এই লিঙ্ক থেকে Skymedi fix সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এটি পোর্টেবল সফটওয়্যার এবং এর সাইজ ১০০ কিলোবাইট।

4. সফটওয়ারটি ডাউনলোড করে ওপেন করুন। নিচের ছবির মত একটি উইন্ডো আসবে। যেহেতু আপনি মেমরি কার্ডটি আপনার পিসিতে প্রবেশ করিয়েছেন, তাই আপনার মেমরি কার্ডের ড্রাইভটি এখানে প্রদর্শিত হবে। এবার Fix বাটনে ক্লিক করুন।

1 gb
5. “Fix” বাটনে ক্লিক করার পর confirmation করতে “Yes” বাটনে ক্লিক করুন। মেমরি কার্ডটি সিলেক্ট করায় তার সাইজ 955MB দেখাচ্ছে কারন এটি একটি ১ জিবি মেমরি কার্ড।

6. Processটি শেষ হলে আপনাকে মেমরি কার্ডটি খুলে ফেলতে বলবে, আপনি মেমরি কার্ডটি আনপ্লাগ করুন। এবার পুনরায় মেমরি কার্ডটি পিসিত প্রবেশ করান। এবার আপনার মেমরি কার্ডটির সাইজ ২ জিবি প্রদর্শিত হবে !!!
2 gb
একটি সতর্কবাণীঃ এই সফটওয়ারটি সব মেমরি কার্ডে সাপোর্ট নাও করতে পারে। প্রথমবার যদি কাজ না করে, বার বার চেষ্টা করবেন না। এতে আপনার মেমরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে।
©Hacker Is Better আমার ফেসবুক ফ্যান পেজ

৫ জানু, ২০১৪

কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?




How To Trace Your Facebook Profile Visitors

কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?

নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) আপনার ফেসবুক প্রোফাইল পেজে যান।

২) এবার কি-বোর্ড থেকে Ctrl+U চাপুন।

৩) আপনার প্রোফাইল পেজের সোর্স কোডের সমন্বয়ে একটি নতুন পেজ window আসবে।

৪) এবার কিবোর্ড থেকে Ctrl+F চাপুন।

৫) {"list" সার্চ বক্সে এটি লিখে সার্চ করুন।

৬) রেজাল্ট হিসেবে আপনি কতগুলো কোড পাবেন। যেমনঃ 100002980471647 এ রকম আরও
কিছু কোড। এগুলো হচ্ছে তাদের কোড যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন। আপনি যদি তাদের
পরিচয় জানতে চান, তাহলে একটি নতুন ট্যাব খুলে এভাবে লিখুনঃ
facebook. com/100002980471647
সেই ভিজিটরদের ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন।
এভাবে ফেসবুক প্রোফাইল ট্রেস করা যায়।

আমার ফেসবুক ফ্যান পেইজ ↓
                                               ↓
                                             Hacker Is Better

৪ জানু, ২০১৪

Convert 1GB File in 1MB

How to convert 1GB in 1MB?

Follow the steps:

Step 1:  Download  KGB Archiver 2.0.0.2 Beta 2 / 1.2.1.24      

Step 2:  Now choose compress file and click on next



Step 3: Now follow the screen shots....







Features: 

  • You can also Do Password Protect for compressed file. 
  • Able to create self-extracting archivers. 
  • it supports .KGB , .ZIP files. 
  • Multilanguage support in this software Likes English, Arabic, Greek, Japanese , Spanish and Many More.



                     Source: Hacker Is Better