৫ আগ, ২০১২

কম্পিউটার Screen এর কালার আরও জীবন্ত ও প্রাণবন্ত করুন

 Windows xp এর জন্যঃ
  ( আমার windows xp সেটআপ দেয়া নেই তাই স্ক্রীন শট দিতে পারলাম না। )

১। প্রথমে control panel এ যান ।
২। তারপর দেখুন সেখানে Adobe  Gamma নামে একটি আইকন আছে । Double click  করুন তাতে ।
৩। সেখান থেকে দ্বিতীয় option টি সিলেক্ট করে next দিন ।
৪। এভাবে next next দিয়ে যান এবং যখন gamma এর একটি bar  আসবে তখন তা
কমিয়ে বারিয়ে আপনার পছন্দের  মত করে  color কে deep  করুন । next next দিয়ে যান ।
৫। current অবস্থাকে চুজ করে finish এ click করুন । এখন দেখুন আপনার কম্পিউটার  । এর স্ক্রীন আরও সুন্দর লাগছে ।
যাদের Adobe Gamma নেই তারা Display তে click করে     Display Properties এর Settings ট্যাব যান। এখান থেকে Advanced এ ক্লিক করেন। এখানে Gamma Plus ট্যাব এ ক্লিক করেন।


Windows 7 এর জন্যঃ

১। search box এ display লিখুন এবং select করুন ।



২। বামদিক থেকে celibrate color select করুন ।



৩। ডানদিকে নীচে দেখুন next আছে । ৩ বার next এ click করুন ।



৪। adjust gamma আসবে । পাশের slide bar  থেকে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দের মত করে  color কে deep করুন ।



৫। next দিন । তারপর skip brightness and contrast adjustment এ click করুন ।



৬। next next দিয়ে যখন finish এ যাবেন তখন current calibration select করুন এবং নিচে দেখুন একটি box এ check দেয়া আছে তা uncheck করুন । finish এ click করুন ।



এখন আপনার desctop background দেখুন ।

LIKE US ON FACEBOOK::::::::::::: click here

                                          Source: Hacker Is Better
                                                      Spread Your Knowledge

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন