১০ এপ্রি, ২০১২

ইন্টারনেটে সার্চ করুন বাংলায় সম্পাদন


ইন্টারনেটে সার্চ করুন বাংলায় সম্পাদন

   বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমরা সাধারনত ইংরেজীতে সার্চ করি। আপনি কি জানেন সব সার্চ ইঞ্জিনে বাংলাতে সার্চ করা সম্ভব? আমি এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছি। সার্চ বক্সে বাংলা লিখে সার্চ করতে খুব ভাল লাগে।  আপনারা চেষ্টা করে দেখতে পারেন। Yahoo!, Google, Ask, Amazan, Answer সার্চ ইঞ্জীন সবগুলোতেই কাজ করে। এই জন্য আপনার পিসিতে যা করতে হবে: iComplex ইনস্টল করুন
. ইউনিকোডে বাংলা লেখার জন্য অভ্র বা ইউনিজয় ইনস্টল করুন।
. বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করুন। যেমন:- Rupali
. বাংলা লেখা সুন্দর দেখা যাওয়ার জন্য Font Fixer দিয়ে Rupali ফন্টকে ডিফল্ট করে নিন

             Source: ♠ Hacker Is Better ♠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন