৯ জানু, ২০১৪

How To Create Blog Step by Step Process (কিভাবে নিজের ব্লগ তৈরি করবেন?)

  Step By Step Process:

STEP 1:
             www.gmail.com থেকে একটি নতুন জিমেইল account খুলে নিন। যদি জিমেইলে account থেকে থাকে, তাহলে নতুন একাউন্ত খুলতে হবেনা। 


STEP 2: 
            এবার www.blogger.com এ প্রবেশ করুন।

           আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিন।
Blogger


STEP 3:
            Blogger Profile প্রোফাইল তৈরি করুন। নিজের সম্পর্কে তথ্য, ছবি ইত্যাদি ...

Blogger Create


STEP 4:
            নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

Create Blogger


STEP 5:
            New Blog এ ক্লিক করুন।
            Title:আপনার পছন্দ অনুযায়ী ব্লগের নাম দিন---যেমন:Computer World        
            Adress:এবার আপনার ব্লগের ঠিকানা যা দিতে চান, তা লিখুনঃ                 যেমন:computerworld.blogspot.com
            এবার Create Blogএ ক্লিক করুন।



STEP 6:
             View Blog এ ক্লিক করুন।



STEP 7:
             Post List এ ক্লিক করুন।

Post List


 STEP 8:
             Create Page এ ক্লিক করুন।.Click Pages এ ক্লিক করুণ।

Create Page


    
Create Page


STEP 9:
            New Post এ ক্লিক করুন। তারপর একটি ব্লেঙ্ক পেজ আসলে সেখানে আপনি পোস্ট লিখুন। তারপর publish বাটনে ক্লিক করুন।
         
Enter Post



Enter Data

STEP 10:
             Post View তে ক্লিক করুন।
             একটি url তৈরি হবে। এটি কপি করুন। এবার ফেসবুক বা যে কোন ওয়েবসাইটে এই লিঙ্কটি পেস্ট করে দিন। লিঙ্কে ক্লিক করলে আপনার তৈরিকৃত পোস্টটি প্রদর্শিত হবে।

©Hacker Is Better
                          spread your knowledge


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন