How To Trace Your Facebook Profile Visitors
কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?
নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১) আপনার ফেসবুক প্রোফাইল পেজে যান।
২) এবার কি-বোর্ড থেকে Ctrl+U চাপুন।
৩) আপনার প্রোফাইল পেজের সোর্স কোডের সমন্বয়ে একটি নতুন পেজ window আসবে।
৪) এবার কিবোর্ড থেকে Ctrl+F চাপুন।
৫) {"list" সার্চ বক্সে এটি লিখে সার্চ করুন।
৬) রেজাল্ট হিসেবে আপনি কতগুলো কোড পাবেন। যেমনঃ 100002980471647 এ রকম আরও
কিছু কোড। এগুলো হচ্ছে তাদের কোড যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন। আপনি যদি তাদের
পরিচয় জানতে চান, তাহলে একটি নতুন ট্যাব খুলে এভাবে লিখুনঃ
facebook. com/100002980471647
সেই ভিজিটরদের ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন।
এভাবে ফেসবুক প্রোফাইল ট্রেস করা যায়।
আমার ফেসবুক ফ্যান পেইজ ↓
↓
Hacker Is Better
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন