৫ জানু, ২০১৪

কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?




How To Trace Your Facebook Profile Visitors

কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?

নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) আপনার ফেসবুক প্রোফাইল পেজে যান।

২) এবার কি-বোর্ড থেকে Ctrl+U চাপুন।

৩) আপনার প্রোফাইল পেজের সোর্স কোডের সমন্বয়ে একটি নতুন পেজ window আসবে।

৪) এবার কিবোর্ড থেকে Ctrl+F চাপুন।

৫) {"list" সার্চ বক্সে এটি লিখে সার্চ করুন।

৬) রেজাল্ট হিসেবে আপনি কতগুলো কোড পাবেন। যেমনঃ 100002980471647 এ রকম আরও
কিছু কোড। এগুলো হচ্ছে তাদের কোড যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন। আপনি যদি তাদের
পরিচয় জানতে চান, তাহলে একটি নতুন ট্যাব খুলে এভাবে লিখুনঃ
facebook. com/100002980471647
সেই ভিজিটরদের ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন।
এভাবে ফেসবুক প্রোফাইল ট্রেস করা যায়।

আমার ফেসবুক ফ্যান পেইজ ↓
                                               ↓
                                             Hacker Is Better

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন