২৩ জানু, ২০১৪

Hacking Rules-গুলো জেনে নিন ↓




Hacking rules :-
•♦ কোন সিস্টেম নষ্ট করবেন না। এটা আপানাকে বিড়ম্বিত করা ছাড়া আর কিছুই দিবেনা।

•♦ হ্যাকিং প্রজেক্টের কোন তথ্য কারো সাথে শেয়ার করবেন না। তবে সে যদি এমন কেউ হয় যে কখনই আপনার খারাপ কিছু করবেনা, তার সাথে শেয়ার করা যায়।

•♦ আসল নাম অথবা ফোন নাম্বার ব্যবহার করবেন না।

•♦ কোন সিস্টেম হ্যাক করার সময়, আপনার আঙ্গুলের ছাপ নেই এরকম সিউর হয়ে সে সিস্টেম ছেড়ে যাবেন।

•♦ সরকারী কোন কম্পিউটার হ্যাক করা থেকে বিরত থাকবেন।(যারা সরকারী ওয়েবসাইট /সিস্টেম ইত্যাদি হ্যাক করে, তারা অবশ্যই নাগালের বাইরে থাকতে পারবে এমন হ্যাকার হয়েই কাজ করে।আপনি শখের বশে এটা করতে গিয়ে ধরা খেয়ে গেলে কি শাস্তি হতে পারে তা মনে হয় বলার অপেক্ষা রাখেনা।)

•♦ আপনার বাড়ির ল্যান্ড ফোনে হ্যাকিং প্রজেক্ট সংক্রান্ত কোন কিছু আলাপ করবেন না।

•♦ সতর্কতা অবলম্বন করুন। আপনার হ্যাকিং কাজের সব টুলস নিরাপদে রাখুন।

•♦ ওয়েবসাইটে হ্যাকিং সংক্রান্ত টিউটোরিয়াল অনুসরন করার আগে ১০ বার ভেবে দেখুন। কারন এমন অনেক টিউটোরিয়াল আছে , যা নিজেই একটি ট্র্যাপ। পা দিলেন তো ফেঁসে যাবেন।

•♦ সত্যিকারের 'হ্যাকার' হতে গেলে কিছু না কিছু তো হ্যাক করুন। কারন ১০তলায় উঠতে প্রথম তলা অতিক্রম করতে হয়ে। তাই শুরুটা সহজ হ্যাকিং হলেও, আস্তে আস্তে ভাল হ্যাকার হতে পারবেন।

•♦ পাইলাম আর ইন্সটল করলাম। এই মনোভাব ত্যাগ করুন। অনেক হ্যাকিং সফটওয়্যার আপনাকেই হ্যাক করতে পারে।

Share it.......© Hacker Is Better

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন