২১ জানু, ২০১৪

অভ্র দিয়ে ফটোশপে বাংলা লেখার সহজ পদ্ধতি।




ফটোশপে বাংলা লিখতে গেলে ফন্ট সমস্যা প্রায়ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ফটোশপে বাংলা ফন্ট এর ঝামেলার কারনে বাংলা লিখতে পারেন না। অনেকে পিকাসা দিয়ে বাংলা লিখে থাকেন। আজ আপনাদের কে শেখাবো , কিভাবে অভ্র দিয়ে ফটোশপে বাংলা লেখা যায়। নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) প্রথমে ফটোশপে একটি ইমেজ ওপেন করুন। টুলবার থেকে টেক্সট সিলেক্ট করে নিন।



২) এখন ফটোশপের ফন্ট পরিবর্তন করে Siyam Rupali Ansi ফন্টটি সিলেক্ট করে দিন।

৩) যদি বাংলা সঠিক ভাবে লিখতে সমস্যা হয়, তাহলে অতিরিক্ত হিসেবে নিচের কয়েকটি  ধাপ অনুসরন করুন।

৪) ডেক্সটপে থাকা অভ্র টুলবারের উপর ক্লিক করে সেখান থেকে Option এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি উইন্ডো পাবেন।



৫) এখান থেকে Global Output অপশন দেখতে পাবেন এবং তার উপর ক্লিক করুন। Output As ANSI(Experimental) অপশনে টিক দিন।



৬) Use ANSI Anyway ক্লিক করে apply >ok করে বের হয়ে আসুন।



৭) এবার আপনি সহজেই ফটোশপে বাংলা লিখতে পারবেন।

 আমার ফেসবুক ফ্যানপেজ Hacker Is Better     

©Hacker Is Better
Spread Your Knowledge

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন