২০ জুল, ২০১৪

Run Android Apps on Your PC or Mac(পিসিতে রান করুন android apps)





1)এই লিঙ্কে Bluestacks click করুন। Download App Player (XP,Vista, Windows 7/8) এর উপর ক্লিক করুন। ফাইল সাইজ (মাত্র ১২.২ মেগাবাইট)
2) ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
3) ইন্সটলেশন হয়ে গেলে সফটওয়্যারটি রান করুন।
4) সার্চ আইকনে ক্লিক করুন। এখানে app এর নাম লিখে enter চাপুন। কাংখিত apps google play থেকে নিয়ে নিন।
5) Google play থেকে apps ডাউনলোড করতে হলে আপনাকে আপনার google account ব্যবহার করতে হবে।
6) অ্যাপসগুলো ইন্সটল করে নিন।
এভাবে আপনি android apps পিসিতে রান করতে পারবেন।


©Hacker Is Better 2014
spread your knowledge

১৩ জুন, ২০১৪

Download FIFA World Cup 2014 Opening Ceremony 720p HDTV x264-2HD

 The 25-minute opening ceremony was an act in four parts. On a carpet that covered the pitch and with four massive drums in four corners, it celebrated Brazil’s nature, people and the one sport that is part of the cultural fabric of this country. There were men and women kicking balls tied on a string shifting it from one foot to another.





File Size: 1.46 GB
• Seeders: 1348
• Leechers: 2127

Download link...   Click here                     
©Hacker Is Better

২৬ মে, ২০১৪

How to add password to RAR file?

  




Hello ...fanz....how are you all? Today I am going to share a solution for setting a password to RAR file. Use this trick...You can secure your important RAR files from now. So follow the steps which are given below:



Step 1:Right click and choose Add files to archive. A new window will open.  (Look @ Image 1)

Image 1







Step 2: Now click on Advanced tab and then click on Set password.Another new window will be opened.Set your password and don't forget to select the "Encrypt file names" box. Otherwise it will not work....remember. (Look @ Images 1 & 2)

Image 2


Step 3: Now press ok button. You are done !....Look @ Image 4. Whenever you will try to open this rar file...it will ask you to put proper password ;) Enjoy!!!!

Image 3




Image 4



                                       Please like my facebook fan page HACKER IS BETTER                                       
Hacker Is Better

২৪ মে, ২০১৪

ইউটিউব এর সঠিক ব্যবহার করা নিয়ে কিছু কথা বলছি...

                   www.youtube.com



শখের বসে ৩জন বন্ধু ইউটিউব তৈরি করেছিল। আর আজ এর অবস্থান কোথায় তা সবার জানা। আমার পছন্দের ওয়েব সাইটগুলোর মধ্যে এটি অন্যতম। ইউটিউব এর সঠিক ব্যবহার করা নিয়ে কিছু কথা বলছি... 

>>> ৮০% এর ও বেশি ইন্টারনেট ইউজার ইউটিউব ব্যবহার করছে মুভি দেখার জন্য / গান / ফানি ক্লিপ্স / আপত্তিকর ক্লিপ্স ইত্যাদি দেখে। কিছু ইউজার শিক্ষামুলক ভিডিও চিত্র দেখছে আবার কিছু ইউটিউবকে নিজের শিক্ষক বা বিপদের বন্ধু বানিয়ে নিয়েছে। সেটা আবার কি? ইউটিউবকে নিজের বিপদের বন্ধু বা শিক্ষক বানিয়ে নিন। দেখবেন আপনার জন্য এটা অসম্ভব সাফল্য বয়ে নিয়ে আসবে। সেটা কিভাবে? ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে। আপনি বই দেখে যা শিখতে চেষ্টা করেন, ভিডিও টিউটোরিয়াল থেকে তার চেয়ে আরও কম সময়ে ও ভালভাবে বুঝতে পারবেন। তাহলে ইউটিউব আপনার শিক্ষক হয়ে গেল। এবার বিপদের বন্ধু কেন বললাম তা বলছি।

আমি যখন CSE 4th year এ পড়ি, তখন আমার এক ক্লাসমেইটকে রিকুয়েস্ট করেছিলাম আমাকে পিএইচপি শিখাতে, তার জন্য আমি তাকে পে করে দিব তাও বলেছিলাম। কিন্তু সে আমাকে পরে জানাবে বলে ............ .........!!!!! এরপর নিজের মধ্যে জিদ কাজ করলো। ইউটিউবে প্রথমে পিএইচপির বাংলা টিউটোরিয়াল যত আছে সব ডাউনলোড করলাম। এবং এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ্‌ ৬০% পিএইচপি আমি নিজে নিজেই শিখে ফেলেছি। তাই ইউটিউবকে আমার বিপদের বন্ধু বললে ভুল হবেনা।

অযথা মুভি, অশালীন ক্লিপ্স না দেখে ইউটিউবকে ভাল কাজে ব্যবহার করুন। এতে আপনি গুনাহ থেকে বাঁচবেন অন্যদিকে অনেক কিছু শিখতে পারবেন।

পৃথিবীর সব দেশ ঘুরেছে এমন মানুষ আছে কিনা জানিনা। আর একার পক্ষে সব দেশ ঘুরে বেরানো কারও পক্ষে সম্ভব নয়। ইউটিউব ব্যবহার করে আপনি বিভিন্ন দেশ থেকে ঘুরে আসতে পারছেন, জানতে পারছেন সেসব দেশের ইতিহাস, দেখতে পাচ্ছেন পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো।

Must Share...
সবাই ভাল থাকবেন।
Hacker Is Better

২৩ মে, ২০১৪

How to repair missing or corrupted system files?



কিভাবে সিস্টেমের নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফাইল রিপেয়ার করবেন? নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

Windows 7, 8, 8.1, Vista users are facing this problem regularly... So I am sharing a solution for this problem. I hope it will help you. So follow the steps...


1) Go to start and at the run box... type cmd.

2) Right click on cmd and click on Run as administrator.

3) At the command prompt, type the following command, and then press Enter

sfc /scannow
4) Now system scan will be started and missing or corrupted files will be repaired automatically .

5) Enjoy....!!!!
                 ........................................................................................

১) start>run এ যেয়ে cmd লিখুন।

২) cmd এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন।

৩) command prompt ইন্টারফেসটি খুললে sfc /scannow
লিখে enter চাপুন।

৪) এবার সিস্টেম স্ক্যান শুরু হবে এবং অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে।

[পিসি বার বার হেং করা, এরর মেসেজ প্রদর্শন করলে ধরে নিতে পারেন যে আপনার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ ফাইল মিসিং হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সে ক্ষেত্রে এই টিপসটি অনুসরণ করতে পারেন। ধন্যবাদ]

Like my facebook fan page.....Hacker Is Better 





Hacker Is Better

spread your knowledge

২৪ ফেব, ২০১৪

কিভাবে পিসি থেকে Recent Document History Disable করবেন?




আপনার পিসিতে Recent Document History অপশনটি রাখতে চাইছেন না? কিভাবে এটা stop করা যায়?

জেনে নিনঃ

১) প্রথমে windows + R অথবা start মেনু থেকে run এ যেয়ে regedit টাইপ করে  enter চাপুন।

২) এবার   "HKEY_CURRENT_USERS\Software\Microsoft\Windows\currentVersion\Policies\Explorer" এই directory তে যান।



৩)  উইন্ডোটির ডান দিকে  মাউসের রাইট বাটন ক্লিক করে New> DWORD(32-bit)value-তে ক্লিক করুন।

৪) রিনেম করে  NoRecentDocsHistory লিখে দিন।

৫) রিনেম করা হয়ে গেলে enter চাপুন। এবার তৈরি করা ফাইলটিতে ডাবল ক্লিক করে এর value 1 করে  base Hexadecimal এ রেখে ok বাটনে ক্লিক করুন।


৬) এবার আপনার পিসি রিস্টার্ট করুন। এখন আর Recent Document History-তে কোন History থাকবেনা।

Note: যদি আগের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে ১ ও ২ নম্বর ধাপ অনুসরন করুন। তারপর ডান দিকে থাকা Recent Document History ফাইলটি ডিলিট করে বের হয়ে আসুন।

আমার ফেসবুক ফ্যানপেজ
Hacker Is Better  

©Hacker Is Better

২৩ জানু, ২০১৪

Hacking Rules-গুলো জেনে নিন ↓




Hacking rules :-
•♦ কোন সিস্টেম নষ্ট করবেন না। এটা আপানাকে বিড়ম্বিত করা ছাড়া আর কিছুই দিবেনা।

•♦ হ্যাকিং প্রজেক্টের কোন তথ্য কারো সাথে শেয়ার করবেন না। তবে সে যদি এমন কেউ হয় যে কখনই আপনার খারাপ কিছু করবেনা, তার সাথে শেয়ার করা যায়।

•♦ আসল নাম অথবা ফোন নাম্বার ব্যবহার করবেন না।

•♦ কোন সিস্টেম হ্যাক করার সময়, আপনার আঙ্গুলের ছাপ নেই এরকম সিউর হয়ে সে সিস্টেম ছেড়ে যাবেন।

•♦ সরকারী কোন কম্পিউটার হ্যাক করা থেকে বিরত থাকবেন।(যারা সরকারী ওয়েবসাইট /সিস্টেম ইত্যাদি হ্যাক করে, তারা অবশ্যই নাগালের বাইরে থাকতে পারবে এমন হ্যাকার হয়েই কাজ করে।আপনি শখের বশে এটা করতে গিয়ে ধরা খেয়ে গেলে কি শাস্তি হতে পারে তা মনে হয় বলার অপেক্ষা রাখেনা।)

•♦ আপনার বাড়ির ল্যান্ড ফোনে হ্যাকিং প্রজেক্ট সংক্রান্ত কোন কিছু আলাপ করবেন না।

•♦ সতর্কতা অবলম্বন করুন। আপনার হ্যাকিং কাজের সব টুলস নিরাপদে রাখুন।

•♦ ওয়েবসাইটে হ্যাকিং সংক্রান্ত টিউটোরিয়াল অনুসরন করার আগে ১০ বার ভেবে দেখুন। কারন এমন অনেক টিউটোরিয়াল আছে , যা নিজেই একটি ট্র্যাপ। পা দিলেন তো ফেঁসে যাবেন।

•♦ সত্যিকারের 'হ্যাকার' হতে গেলে কিছু না কিছু তো হ্যাক করুন। কারন ১০তলায় উঠতে প্রথম তলা অতিক্রম করতে হয়ে। তাই শুরুটা সহজ হ্যাকিং হলেও, আস্তে আস্তে ভাল হ্যাকার হতে পারবেন।

•♦ পাইলাম আর ইন্সটল করলাম। এই মনোভাব ত্যাগ করুন। অনেক হ্যাকিং সফটওয়্যার আপনাকেই হ্যাক করতে পারে।

Share it.......© Hacker Is Better

২১ জানু, ২০১৪

অভ্র দিয়ে ফটোশপে বাংলা লেখার সহজ পদ্ধতি।




ফটোশপে বাংলা লিখতে গেলে ফন্ট সমস্যা প্রায়ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ফটোশপে বাংলা ফন্ট এর ঝামেলার কারনে বাংলা লিখতে পারেন না। অনেকে পিকাসা দিয়ে বাংলা লিখে থাকেন। আজ আপনাদের কে শেখাবো , কিভাবে অভ্র দিয়ে ফটোশপে বাংলা লেখা যায়। নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) প্রথমে ফটোশপে একটি ইমেজ ওপেন করুন। টুলবার থেকে টেক্সট সিলেক্ট করে নিন।



২) এখন ফটোশপের ফন্ট পরিবর্তন করে Siyam Rupali Ansi ফন্টটি সিলেক্ট করে দিন।

৩) যদি বাংলা সঠিক ভাবে লিখতে সমস্যা হয়, তাহলে অতিরিক্ত হিসেবে নিচের কয়েকটি  ধাপ অনুসরন করুন।

৪) ডেক্সটপে থাকা অভ্র টুলবারের উপর ক্লিক করে সেখান থেকে Option এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি উইন্ডো পাবেন।



৫) এখান থেকে Global Output অপশন দেখতে পাবেন এবং তার উপর ক্লিক করুন। Output As ANSI(Experimental) অপশনে টিক দিন।



৬) Use ANSI Anyway ক্লিক করে apply >ok করে বের হয়ে আসুন।



৭) এবার আপনি সহজেই ফটোশপে বাংলা লিখতে পারবেন।

 আমার ফেসবুক ফ্যানপেজ Hacker Is Better     

©Hacker Is Better
Spread Your Knowledge

৯ জানু, ২০১৪

How To Create Blog Step by Step Process (কিভাবে নিজের ব্লগ তৈরি করবেন?)

  Step By Step Process:

STEP 1:
             www.gmail.com থেকে একটি নতুন জিমেইল account খুলে নিন। যদি জিমেইলে account থেকে থাকে, তাহলে নতুন একাউন্ত খুলতে হবেনা। 


STEP 2: 
            এবার www.blogger.com এ প্রবেশ করুন।

           আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিন।
Blogger


STEP 3:
            Blogger Profile প্রোফাইল তৈরি করুন। নিজের সম্পর্কে তথ্য, ছবি ইত্যাদি ...

Blogger Create


STEP 4:
            নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

Create Blogger


STEP 5:
            New Blog এ ক্লিক করুন।
            Title:আপনার পছন্দ অনুযায়ী ব্লগের নাম দিন---যেমন:Computer World        
            Adress:এবার আপনার ব্লগের ঠিকানা যা দিতে চান, তা লিখুনঃ                 যেমন:computerworld.blogspot.com
            এবার Create Blogএ ক্লিক করুন।



STEP 6:
             View Blog এ ক্লিক করুন।



STEP 7:
             Post List এ ক্লিক করুন।

Post List


 STEP 8:
             Create Page এ ক্লিক করুন।.Click Pages এ ক্লিক করুণ।

Create Page


    
Create Page


STEP 9:
            New Post এ ক্লিক করুন। তারপর একটি ব্লেঙ্ক পেজ আসলে সেখানে আপনি পোস্ট লিখুন। তারপর publish বাটনে ক্লিক করুন।
         
Enter Post



Enter Data

STEP 10:
             Post View তে ক্লিক করুন।
             একটি url তৈরি হবে। এটি কপি করুন। এবার ফেসবুক বা যে কোন ওয়েবসাইটে এই লিঙ্কটি পেস্ট করে দিন। লিঙ্কে ক্লিক করলে আপনার তৈরিকৃত পোস্টটি প্রদর্শিত হবে।

©Hacker Is Better
                          spread your knowledge


৭ জানু, ২০১৪

How To Convert 1GB Memory Card To 2GB Memory Card !!!!(কিভাবে ১ জিবি মেমরি কার্ডকে ২ জিবিতে কনভার্ট করবেন?)

কিভাবে ১ জিবি মেমরি কার্ডকে ২ জিবিতে কনভার্ট করবেন? 1. মেমরি কার্ডটি আপনার পিসিতে প্রবেশ করান

2. মেমরি কার্ডে থাকা ডাটাগুলোর ব্যাকআপ রাখুন। কারন আপনাকে মেমরি কার্ডটি ফরমেট করতে হবে।

3.এবার  CLICK HERE TO DOWNLOAD এই লিঙ্ক থেকে Skymedi fix সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এটি পোর্টেবল সফটওয়্যার এবং এর সাইজ ১০০ কিলোবাইট।

4. সফটওয়ারটি ডাউনলোড করে ওপেন করুন। নিচের ছবির মত একটি উইন্ডো আসবে। যেহেতু আপনি মেমরি কার্ডটি আপনার পিসিতে প্রবেশ করিয়েছেন, তাই আপনার মেমরি কার্ডের ড্রাইভটি এখানে প্রদর্শিত হবে। এবার Fix বাটনে ক্লিক করুন।

1 gb
5. “Fix” বাটনে ক্লিক করার পর confirmation করতে “Yes” বাটনে ক্লিক করুন। মেমরি কার্ডটি সিলেক্ট করায় তার সাইজ 955MB দেখাচ্ছে কারন এটি একটি ১ জিবি মেমরি কার্ড।

6. Processটি শেষ হলে আপনাকে মেমরি কার্ডটি খুলে ফেলতে বলবে, আপনি মেমরি কার্ডটি আনপ্লাগ করুন। এবার পুনরায় মেমরি কার্ডটি পিসিত প্রবেশ করান। এবার আপনার মেমরি কার্ডটির সাইজ ২ জিবি প্রদর্শিত হবে !!!
2 gb
একটি সতর্কবাণীঃ এই সফটওয়ারটি সব মেমরি কার্ডে সাপোর্ট নাও করতে পারে। প্রথমবার যদি কাজ না করে, বার বার চেষ্টা করবেন না। এতে আপনার মেমরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে।
©Hacker Is Better আমার ফেসবুক ফ্যান পেজ

৫ জানু, ২০১৪

কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?




How To Trace Your Facebook Profile Visitors

কিভাবে জানবেন কোন কোন ফেসবুক ইউজার আপনার প্রোফাইল ভিজিট করেছে?

নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) আপনার ফেসবুক প্রোফাইল পেজে যান।

২) এবার কি-বোর্ড থেকে Ctrl+U চাপুন।

৩) আপনার প্রোফাইল পেজের সোর্স কোডের সমন্বয়ে একটি নতুন পেজ window আসবে।

৪) এবার কিবোর্ড থেকে Ctrl+F চাপুন।

৫) {"list" সার্চ বক্সে এটি লিখে সার্চ করুন।

৬) রেজাল্ট হিসেবে আপনি কতগুলো কোড পাবেন। যেমনঃ 100002980471647 এ রকম আরও
কিছু কোড। এগুলো হচ্ছে তাদের কোড যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন। আপনি যদি তাদের
পরিচয় জানতে চান, তাহলে একটি নতুন ট্যাব খুলে এভাবে লিখুনঃ
facebook. com/100002980471647
সেই ভিজিটরদের ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন।
এভাবে ফেসবুক প্রোফাইল ট্রেস করা যায়।

আমার ফেসবুক ফ্যান পেইজ ↓
                                               ↓
                                             Hacker Is Better

৪ জানু, ২০১৪

Convert 1GB File in 1MB

How to convert 1GB in 1MB?

Follow the steps:

Step 1:  Download  KGB Archiver 2.0.0.2 Beta 2 / 1.2.1.24      

Step 2:  Now choose compress file and click on next



Step 3: Now follow the screen shots....







Features: 

  • You can also Do Password Protect for compressed file. 
  • Able to create self-extracting archivers. 
  • it supports .KGB , .ZIP files. 
  • Multilanguage support in this software Likes English, Arabic, Greek, Japanese , Spanish and Many More.



                     Source: Hacker Is Better