কিভাবে Windows 8 সেটআপ দিবেন?
নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
ধাপ ১ -Start Install Windows 8
আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপে পূর্ববর্তী কোন উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার C: driver এর প্রয়োজনীয় তথ্য যেমন –সেভ করা ডকুমেন্টস, মিউজিক,মুভি ইত্যাদি অন্য ড্রাইভে কপি করে রাখুন । এক্ষেত্রে ইন্সটল করা কোনও ফাইল ব্যাকআপ রাখার দরকার নেই । এবার উইন্ডোজ ৮ সেটআপ শুরু করা যাক …
প্রথমে বুট অপশন ঠিক করে নিতে হবে…
আপনার পিসি অথবা ল্যাপটপ- এর BIOS অপশন-এ গিয়ে First Boot Device —-CD/DVD…… সিলেক্ট করে দিন।
ধাপ ২ – Boot from the Windows 8 Installation CD/DVD Drive
এই ম্যাসেজটি আসার সাথে সাথে কীবোর্ড থেকে স্পেসবার অথবা এন্টার বাটন প্রেস করুন ।
১- আপনার অপ্টিকাল ড্রাইভ-এ (DVD Drive) উইন্ডোজ ৮ ডিভিডি প্রবেশ করুন অথবা ইউএসবি পোর্টে উইন্ডোজ ৮ কপি করা ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করুন এবং পিসি রিস্টার্ট দিন ।
২- উপরের চিত্রের মতো Press any key to boot from CD or DVD… ম্যাসেজ দেখতে পাবেন । যদি Press any key to boot from disc( CD or DVD) ম্যাসেজ দেখতে তাহলে বুঝবেন এটা DVD ড্রাইভ থেকে বুট হয়েছে আর যদি Press any key to boot from external device… তাহলে বুঝবেন ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট হয়েছে ।
৩- ম্যাসেজটি দেখার সাথে সাথে দ্রুত কীবোর্ড থেকে স্পেসবার অথবা এন্টার বাটন চাপুন । ২ নং চিত্র দেখতে পাবেন…। যদি ২ নং চিত্র দেখতে না পান তাহলে পিসি পুনরায় রিস্টার্ট করে উপরের প্রক্রিয়া আনুসরন করুন ।
ধাপ ৩ - Wait for the Windows 8 Installation Files to Load
নতুন হালকা নীল সবুজ পতাকা প্রদর্শিত হবে তার নিচে উইন্ডোজ ৮ স্প্লাশ স্ক্রীন দেখাবে । আপনি বুজতে পারবেন উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া শুরু হয়েছে…।
ধাপ ৪-Select Language, Time, and Other Preferences
এই ধাপে ৪ নং চিত্র অনুযায়ী কোন কিছু পরিবর্তন না করে NEXT ক্লিক করুন ।
ধাপ ৫ - Press Install Now
Windows 8 লোগোর নীচে মাঝখানে Install now বাটন এ ক্লিক করুন ।
ধাপ ৬-Wait for Windows 8 Setup to Begin
এই চিত্র অনুযায়ী উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া শুরু হবে…।
ধাপ ৭ - Enter Windows 8 Serial Key
এই চিত্র অনুযায়ী বক্সে সিরিয়াল বসিয়ে Next বাটন এ ক্লিক করুন ।
Product Key: TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF
(এক্ষেত্রে আমাদের কম্পিউটার বাজারে কিছু উইন্ডোজ ৮ সিডি পাওয়া যায় তাতে কোন সিরিয়াল নাম্বার এর প্রয়োজন হয় না ।এই ধাপটির প্রয়োজন নেই । আমরা সিরিয়াল নাম্বার না বসিয়ে Next বাটন ক্লিক করে ৮ নাম্বার ধাপে যাই ।)
ধাপ ৮ - Accept Windows 8 Software License Agreement
এই চিত্রটি Microsoft Software License Agreement পেজ ।এখানে I accept the license terms বক্সে ক্লিক করে Next বাটন-এ ক্লিক করে পরের ধাপে যাই …
ধাপ ৯- Choose the Custom Installation
এই ধাপটি একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আপনাকে বলা হয়েছে কোন অপশনটি সেটআপ করতে চান এবং দুটি অপশন আছে Upgrade and Custom । এখানে আমরা Custom: Install Windows only (advanced). সিলেক্ট করে এন্টার প্রেস করি ।
ধাপ১০ - Show Windows 8 Advanced Drive Options
যেহেতু আমরা নতুন করে হার্ডডিস্ক পার্টিশন করে উইন্ডোজ ৮ সেটআপ করব তাই এখানে উইন্ডোজ ৮ দিয়ে কিভাবে পার্টিশন করা হয় তা দেখানো হয়েছে ।
বলে রাখা ভালো, যাদের হার্ডডিস্কে আগে থেকে পার্টিশন করা আছে তাদের প্রয়োজন না হলে পার্টিশন করা দরকার নেই । এক্ষেত্রে আমরা ১৬ নং ধাপে চলে যাই…
১০ নং চিত্র অনুযায়ী unpartitionspace drive টি সিলেক্ট করে Drive options (advanced)-এ ক্লিক করি ।
ধাপ ১১ - Delete the Partition by Windows 8
১১ নং ধাপ অনুযায়ী পার্টিশন সিলেক্ট করে Delete বাটন এ ক্লিক করি ।
ধাপ ১২ - Confirm the Partition Deletion
১২ নং চিত্র অনুযায়ী সিলেক্টেড পার্টিশন ডিলেট করার জন্য OK ক্লিক করি ।
ধাপ ১৩ - Delete Other Partitions
১১ নং চিত্রের মতো একই রকম ভাবে অন্য পার্টিশন গুলো ভেঙ্গে আনপার্টিশন অবস্তায় আনি ।
ধাপ ১৪- Confirm Other Partition Deletions
১২ নং চিত্র অনুযায়ী সিলেক্টেড পার্টিশন ডিলেট করার জন্য OK ক্লিক করি ।
ধাপ ১৫-Choose a Physical Location to Install Windows 8
এখন Drive 0 unallocated Space সিলেক্ট করে New বাটন এ ক্লিক করে চাহিদা মতো স্পেস বসিয়ে পার্টিশন করে Drive0 partition2 সিলেক্ট করে Next বাটন এ ক্লিক করি ।
ধাপ ১৬- Wait Windows 8 is Installed
এই ধাপে ডিভিডি রোম থেকে হার্ডডিস্কে উইন্ডোজ ফাইল কপি হবে । এখানে ১০ থেকে ১৫ মিনিট অথবা এর বেশি সময় অপেক্ষা করতে হবে । এটা আপনার পিসির পারফরমেন্স এর উপর নির্ভর করবে কত দ্রুত ফাইল কপি হবে । এখানে রিস্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি ।
ধাপ ১৭- Restart Your Computer
উইন্ডোজ ফাইল কপি হওয়া শেষ হলে পিসি রিস্টার্ট নিবে । এই চিত্র অনুযায়ী আপনি ১০ সেকেন্ড অপেক্ষা করতে পারেন অথবা Restart now ক্লিক করতে পারেন ।
ধাপ ১৮- Wait for Windows 8 Setup to Begin Again
পিসি রিস্টার্ট হয়ে আবার সেটআপ প্রক্রিয়া শুরু হবে । কিছুক্ষণ অপেক্ষা করার পর নীচের চিত্রে লক্ষ্য করি।
ধাপ ১৯- Wait Windows 8 Setup to Install Hardware
এই প্রক্রিয়াটিও অল্প সময় ধরে চলবে ……
ধাপ ২০-Wait for Windows 8 to Finish Installing
এখানে উইন্ডোজ ৮ এর অন্যান্য সেটিংস্ প্রক্রিয়া শেষ হবে এবং পিসি রিস্টার্ট নিবে।
ধাপ ২১- Wait While Your Computer Restarts Automatically
এটা উইন্ডোজ সেটআপ প্রক্রিয়ার ২য় এবং শেষ রিস্টার্ট
ধাপ ২২- Wait for the Windows 8 Basics Wizard to Start
এখানে ৪ টি বিভাগ দেখাবে- Personalize, Wireless, Settings, and Sign in যা আপনি নিজে নিজে সাজাতে পারবেনএবং এখানে Personalize-বিভাগটি অটোমেটিক সেটিংস্ হতে থাকবে ।
ধাপ ২৩- Pick a Color Theme & Name Your PC
Personalize বিভাগে ২ টি অপশন দেখাবে যার একটিতে আপনি আপনার পছন্দ মতো color নিধারন করতে পারেন এবং অপরটিতে পছন্দ মতো নাম দিতে পারেন । এরপর Next বাটন-এ ক্লিক করুন ।
ধাপ ২৪-Use Default Settings or Set Custom Ones
এটি উইন্ডোজ ৮ এর সেটিংস্ মেনু । এখানে Use express settings –এ ক্লিক করুন অথবা নিজের মতো করে সাজানোর জন্য Customize-এ ক্লিক করুন ।
ধাপ ২৫- Sign In To Your PC With a Microsoft Account… or Don’t
ইমেইল বক্সে আপনার ইমেইল বসিয়ে Next বাটন-এ ক্লিক করুন অথবা ইমেইল না বসিয়ে Next বাটন–এ ক্লিক করতে পারেন ।
ধাপ ২৬- Wait While Windows 8 Finalizes Settings
কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া প্রায় শেষের পথে…
ধাপ ২৭- Wait While Windows 8 Prepares the Start Screen
Start Screen আসার জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন ……
ধাপ ২৮- Your Windows 8 Install is Complete…!
এখানেই উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া শেষ…..এবং Desktop লেখা Apps টিতে ক্লিক করে নিজের মতো করে সাজিয়ে নিন….
Source: Hacker Is Better
Spread Your Knowledge
s
নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
ধাপ ১ -Start Install Windows 8
আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপে পূর্ববর্তী কোন উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার C: driver এর প্রয়োজনীয় তথ্য যেমন –সেভ করা ডকুমেন্টস, মিউজিক,মুভি ইত্যাদি অন্য ড্রাইভে কপি করে রাখুন । এক্ষেত্রে ইন্সটল করা কোনও ফাইল ব্যাকআপ রাখার দরকার নেই । এবার উইন্ডোজ ৮ সেটআপ শুরু করা যাক …
প্রথমে বুট অপশন ঠিক করে নিতে হবে…
আপনার পিসি অথবা ল্যাপটপ- এর BIOS অপশন-এ গিয়ে First Boot Device —-CD/DVD…… সিলেক্ট করে দিন।
ধাপ ২ – Boot from the Windows 8 Installation CD/DVD Drive
এই ম্যাসেজটি আসার সাথে সাথে কীবোর্ড থেকে স্পেসবার অথবা এন্টার বাটন প্রেস করুন ।
১- আপনার অপ্টিকাল ড্রাইভ-এ (DVD Drive) উইন্ডোজ ৮ ডিভিডি প্রবেশ করুন অথবা ইউএসবি পোর্টে উইন্ডোজ ৮ কপি করা ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করুন এবং পিসি রিস্টার্ট দিন ।
২- উপরের চিত্রের মতো Press any key to boot from CD or DVD… ম্যাসেজ দেখতে পাবেন । যদি Press any key to boot from disc( CD or DVD) ম্যাসেজ দেখতে তাহলে বুঝবেন এটা DVD ড্রাইভ থেকে বুট হয়েছে আর যদি Press any key to boot from external device… তাহলে বুঝবেন ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট হয়েছে ।
৩- ম্যাসেজটি দেখার সাথে সাথে দ্রুত কীবোর্ড থেকে স্পেসবার অথবা এন্টার বাটন চাপুন । ২ নং চিত্র দেখতে পাবেন…। যদি ২ নং চিত্র দেখতে না পান তাহলে পিসি পুনরায় রিস্টার্ট করে উপরের প্রক্রিয়া আনুসরন করুন ।
ধাপ ৩ - Wait for the Windows 8 Installation Files to Load
নতুন হালকা নীল সবুজ পতাকা প্রদর্শিত হবে তার নিচে উইন্ডোজ ৮ স্প্লাশ স্ক্রীন দেখাবে । আপনি বুজতে পারবেন উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া শুরু হয়েছে…।
ধাপ ৪-Select Language, Time, and Other Preferences
এই ধাপে ৪ নং চিত্র অনুযায়ী কোন কিছু পরিবর্তন না করে NEXT ক্লিক করুন ।
ধাপ ৫ - Press Install Now
Windows 8 লোগোর নীচে মাঝখানে Install now বাটন এ ক্লিক করুন ।
ধাপ ৬-Wait for Windows 8 Setup to Begin
এই চিত্র অনুযায়ী উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া শুরু হবে…।
ধাপ ৭ - Enter Windows 8 Serial Key
এই চিত্র অনুযায়ী বক্সে সিরিয়াল বসিয়ে Next বাটন এ ক্লিক করুন ।
Product Key: TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF
(এক্ষেত্রে আমাদের কম্পিউটার বাজারে কিছু উইন্ডোজ ৮ সিডি পাওয়া যায় তাতে কোন সিরিয়াল নাম্বার এর প্রয়োজন হয় না ।এই ধাপটির প্রয়োজন নেই । আমরা সিরিয়াল নাম্বার না বসিয়ে Next বাটন ক্লিক করে ৮ নাম্বার ধাপে যাই ।)
ধাপ ৮ - Accept Windows 8 Software License Agreement
এই চিত্রটি Microsoft Software License Agreement পেজ ।এখানে I accept the license terms বক্সে ক্লিক করে Next বাটন-এ ক্লিক করে পরের ধাপে যাই …
ধাপ ৯- Choose the Custom Installation
এই ধাপটি একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আপনাকে বলা হয়েছে কোন অপশনটি সেটআপ করতে চান এবং দুটি অপশন আছে Upgrade and Custom । এখানে আমরা Custom: Install Windows only (advanced). সিলেক্ট করে এন্টার প্রেস করি ।
ধাপ১০ - Show Windows 8 Advanced Drive Options
যেহেতু আমরা নতুন করে হার্ডডিস্ক পার্টিশন করে উইন্ডোজ ৮ সেটআপ করব তাই এখানে উইন্ডোজ ৮ দিয়ে কিভাবে পার্টিশন করা হয় তা দেখানো হয়েছে ।
বলে রাখা ভালো, যাদের হার্ডডিস্কে আগে থেকে পার্টিশন করা আছে তাদের প্রয়োজন না হলে পার্টিশন করা দরকার নেই । এক্ষেত্রে আমরা ১৬ নং ধাপে চলে যাই…
১০ নং চিত্র অনুযায়ী unpartitionspace drive টি সিলেক্ট করে Drive options (advanced)-এ ক্লিক করি ।
ধাপ ১১ - Delete the Partition by Windows 8
১১ নং ধাপ অনুযায়ী পার্টিশন সিলেক্ট করে Delete বাটন এ ক্লিক করি ।
ধাপ ১২ - Confirm the Partition Deletion
১২ নং চিত্র অনুযায়ী সিলেক্টেড পার্টিশন ডিলেট করার জন্য OK ক্লিক করি ।
ধাপ ১৩ - Delete Other Partitions
১১ নং চিত্রের মতো একই রকম ভাবে অন্য পার্টিশন গুলো ভেঙ্গে আনপার্টিশন অবস্তায় আনি ।
ধাপ ১৪- Confirm Other Partition Deletions
১২ নং চিত্র অনুযায়ী সিলেক্টেড পার্টিশন ডিলেট করার জন্য OK ক্লিক করি ।
ধাপ ১৫-Choose a Physical Location to Install Windows 8
এখন Drive 0 unallocated Space সিলেক্ট করে New বাটন এ ক্লিক করে চাহিদা মতো স্পেস বসিয়ে পার্টিশন করে Drive0 partition2 সিলেক্ট করে Next বাটন এ ক্লিক করি ।
ধাপ ১৬- Wait Windows 8 is Installed
এই ধাপে ডিভিডি রোম থেকে হার্ডডিস্কে উইন্ডোজ ফাইল কপি হবে । এখানে ১০ থেকে ১৫ মিনিট অথবা এর বেশি সময় অপেক্ষা করতে হবে । এটা আপনার পিসির পারফরমেন্স এর উপর নির্ভর করবে কত দ্রুত ফাইল কপি হবে । এখানে রিস্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি ।
ধাপ ১৭- Restart Your Computer
উইন্ডোজ ফাইল কপি হওয়া শেষ হলে পিসি রিস্টার্ট নিবে । এই চিত্র অনুযায়ী আপনি ১০ সেকেন্ড অপেক্ষা করতে পারেন অথবা Restart now ক্লিক করতে পারেন ।
ধাপ ১৮- Wait for Windows 8 Setup to Begin Again
পিসি রিস্টার্ট হয়ে আবার সেটআপ প্রক্রিয়া শুরু হবে । কিছুক্ষণ অপেক্ষা করার পর নীচের চিত্রে লক্ষ্য করি।
ধাপ ১৯- Wait Windows 8 Setup to Install Hardware
এই প্রক্রিয়াটিও অল্প সময় ধরে চলবে ……
ধাপ ২০-Wait for Windows 8 to Finish Installing
এখানে উইন্ডোজ ৮ এর অন্যান্য সেটিংস্ প্রক্রিয়া শেষ হবে এবং পিসি রিস্টার্ট নিবে।
ধাপ ২১- Wait While Your Computer Restarts Automatically
এটা উইন্ডোজ সেটআপ প্রক্রিয়ার ২য় এবং শেষ রিস্টার্ট
ধাপ ২২- Wait for the Windows 8 Basics Wizard to Start
এখানে ৪ টি বিভাগ দেখাবে- Personalize, Wireless, Settings, and Sign in যা আপনি নিজে নিজে সাজাতে পারবেনএবং এখানে Personalize-বিভাগটি অটোমেটিক সেটিংস্ হতে থাকবে ।
ধাপ ২৩- Pick a Color Theme & Name Your PC
Personalize বিভাগে ২ টি অপশন দেখাবে যার একটিতে আপনি আপনার পছন্দ মতো color নিধারন করতে পারেন এবং অপরটিতে পছন্দ মতো নাম দিতে পারেন । এরপর Next বাটন-এ ক্লিক করুন ।
ধাপ ২৪-Use Default Settings or Set Custom Ones
এটি উইন্ডোজ ৮ এর সেটিংস্ মেনু । এখানে Use express settings –এ ক্লিক করুন অথবা নিজের মতো করে সাজানোর জন্য Customize-এ ক্লিক করুন ।
ধাপ ২৫- Sign In To Your PC With a Microsoft Account… or Don’t
ইমেইল বক্সে আপনার ইমেইল বসিয়ে Next বাটন-এ ক্লিক করুন অথবা ইমেইল না বসিয়ে Next বাটন–এ ক্লিক করতে পারেন ।
ধাপ ২৬- Wait While Windows 8 Finalizes Settings
কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া প্রায় শেষের পথে…
ধাপ ২৭- Wait While Windows 8 Prepares the Start Screen
Start Screen আসার জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন ……
ধাপ ২৮- Your Windows 8 Install is Complete…!
এখানেই উইন্ডোজ ৮ সেটআপ প্রক্রিয়া শেষ…..এবং Desktop লেখা Apps টিতে ক্লিক করে নিজের মতো করে সাজিয়ে নিন….
Source: Hacker Is Better
Spread Your Knowledge
s
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন