২০ জুল, ২০১৩

কিভাবে কোন ওয়েবসাইট এর ফ্ল্যাশ গেম আপনার পিসিতে ডাউনলোড করবেন?


আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট এ মজার মজার ফ্ল্যাশ গেম খেলে থাকি, কিন্তু বারবার একি ওয়েবসাইট এ ফ্ল্যাশ লোড করে গেম খেলাটা খুব বিরক্তিকর । ফ্ল্যাশ গেম গুলি কিভাবে আপনার পিসি তে ডাউনলোড করবেন?

যে ভাবে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেনঃ
........................................................................

১. প্রথমে আপনি যে গেম টি ডাউনলোড করতে চান তার অ্যাড্রেস টি কপি করে রাখুন

২. তারপর আপনি এই লিঙ্ক প্রবেশ করুন।  http://file2hd.com

৩. File2HD.com এর URL: বক্স এ আপনার কপি করা অ্যাড্রেস টি পেস্ট করুন।

৪. Filter: রেডিও বাটন এ Objects সিলেক্ট করুন।

৫. এবার Get Files এর বাটন এ ক্লিক করুন।

৬.  নিচে কিছু .swf এক্সটেনশন সহ লিঙ্ক দেখতে পাবেন সেখান থেকে আপনার গেম টি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। (এই লাইন টি বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন)

৭. ঠিক এই ভাবে আপনি চাইলে যে কোন সাইট এর যে কোন ফাইল ডাউনলোড করতে পারবেন। শুধু Filter: থেকে সঠিক রেডিও বাটন টি সিলেক্ট করে নিতে হবে।

 





Source: Hacker Is Better

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন