৩০ জুল, ২০১৩

নিজেই তৈরি করুন যে কোন সফটওয়্যারের প্রোডাক্ট কি / কিজেন ,খুব সহজেই !!!




কিভাবে তৈরি করবেন?আসুন জেনে নিইঃ

১) এজন্য আপনার পিসিতে ভিজুয়েল বেসিক ৬.০ ইন্সটল করতে হবে।

২) আপনার নিজেই ইচ্ছা ও ব্রেইন কাজে লাগাতে হবে(যদি কিজেনটি আরও সুন্দর করতে চান )

৩) ভিজুয়েল বেসিক না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃ

https://hotfile.com/dl/236978627/9be5936/Visual_Basic_6_by_Hacker_Is_Better.zip.html

৪) এবার ইন্সটল করে নিন। ড্রাইভ c থেকে VB ওপেন করুন।

৫) একটি window আসলে এখান থেকে standard.exe ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।





৬) এই ছবির মত পাশের বার থেকে ab লেখা বাটন অর্থাৎ text box এ ডাবল ক্লিক করুন। একটি নতুন window আসবে। এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন।





৭) নিচের ছবির মত আপনি একটু আগে যে text box খুলেছিলেন, তার ঠিক নিচের বাটন অর্থাৎ command button এ ডাবল ক্লিক করলে একটি নতুন window আসবে।

৮) আপনি ডান দিকে খেয়াল করলে দেখবেন অনেক অপশন আছে। অর্থাৎ এইগুলো মডিফাই করতে চাইলে আপনি ডান দিকে ক্লিক করে নিজের ইচ্ছামত পরিবর্তন করে নিতে পারবেন। যদি ছবির মত click to generate keys ঐ বাটনে লিখতে চান, তাহলে ডান দিকে Edit caption এ ক্লিক করে সেখানে যা লিখবেন, ঐ বক্সে একই লেখা আসবে।








Coding Part :
৯) এবার click to generate keys বাটনে ডাবল ক্লিক করুন। একটি কোড করা বক্স আসবে।
ভয় পাওয়ার কিছু নেই। আপনি শুধু নিচের কোডটি এখানে পেস্ট করে দিবেন। তবে একটু সাবধানে। কারনে কোডের যে কোন জায়গায় বা কোডের
কোন লেখা মুছে গেলে কিন্তু কাজ করবেনা।

এই কোডটি কপি করুন এবং পেস্ট করবেন ছবিতে যেখানে করা হয়েছে।

Dim Key As Integer
Key = Int(Rnd() * 3)
Select Case Key
Case 0
Text1.text = "your key"
Case 1
Text1.text = "your other key"
Case 2
Text1.text = "your other other key"
End Select




>> একটু লক্ষ্য করুনঃ ২য় লাইনে 3 আছে। আমি এখানে 3 দিয়েছি কারন আমি sample করার জন্য ৩ টি কি দিব।আপনি যদি ৩০ টি সিরিয়াল কি দিয়ে কিজেন তৈরি করতে চান, তাহলে ওখানে  3 না দিয়ে 30দিবেন।এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে।

>> নিচের ৪র্থ লাইন দেখুন। এখানে case 0 মানে আপনি যতগুলো কি দিবেন, ততবার case লিখতে হবে, তবে 0 থেকে শুরু হবে। আপনি যদি ৩০টি কি দিয়ে কিজেন তৈরি করতে চান, তাহলে case 0 দিয়ে শুরু হবে এবং শেষ হবে case 29 দিয়ে।

>> ৫ম লাইনে "" inverted comma এই কমার ভিতরে আপনি সিরিয়াল কি দিবেন। প্রতিটি case এর জন্য "" এর ভিতর একটি একটি করে সিরিয়াল কি দিবেন। আমি বুঝানোর জন্য এখানে "your key" "your other key" ইত্যাদি লিখেছি।

>>সিরিয়াল কি দেয়া শেষ হলে End Select দিতেই হবে। না হলে কাজ করবেনা।


১০) কোডিং হয়ে গেলে কিবোর্ড থেকে f5 কি চাপুন। দেখবেন একটি window আসবে,অর্থাৎ সবকিছু ঠিক থাকলে window টি আপনার কিজেন প্রদর্শন করবে।অর্থাৎ আপনার কিজেন রান করবে।আপনি এটা cancele করে দিন।

১১) file > যেয়ে Make Form1.exe এর উপর ক্লিক করে আপনার ইচ্ছানুযায়ী নাম দিয়ে সেভ করুন।

১৩) এখন এই exe ফাইলটি ওপেন করুন। আপনার কিজেন তৈরি হয়ে গেল।



১৪) যদি কিজেন এর background এ ছবি, ফন্ট ,কালার, সাইজ ইত্যাদি পরিবর্তন করে আরও আকর্ষণীয় করতে চান , তাহলে উপরে যে বলেছিলাম, যে ডান পাশ থেকে এডিট করা যায়। সেখান থেকে এডিট করে আপনি মানসম্মত একটি কিজেন তৈরি করতে পারবেন। ধন্যবাদ।



                                             Source: Hacker Is Better
                                                                       Spread Your Knowlege

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন