২১ মার্চ, ২০১২

এক মডেমে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার

এক মডেমে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার 


◙Grameen Phone Modemএ প্রয়োজনে অন্য অপারেটরের সিম ব্যাবহার করে ইন্টারনেট চালানো সম্ভব। এ জন্য প্রথমেই মডেমটি পিসিতে লাগান। এরপর ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে সফটওয়ারটি ওপেন করে টুলস মেনু থেকে অপশন এ যান। সেখানে নিচের দিকে থাকা প্রোফাইল ম্যানেজমেন্ট নির্বাচন করুন। দেখবেন Default Profile Name: GP-INTERNET নির্বাচন করা আছে। এখন অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile তৈরি করতে ডান পাশের পেনেল হতে New নির্বাচন করুন। এরপর ♦ Robi: Robi (রবির জন্যঃ): যারা রবি সিম ব্যাবহার করতে চাইছেন তারা Profile Name: ROBI-INTERNET লিখুন।APN Static নির্বাচন করে internet লিখুন। Access Number *99***1# লিখুন । OK করে মেনু থেকে বেরিয়ে আসুন। এখন মডেমে একটেল সিম দিয়ে গ্রামীণফোন মডেমের সঙ্গে ডিফল্ট Software-এর প্রথম Form(connection) থেকে Profile Name: ROBI-INTERNET নির্বাচন করে Connect ক্লিক করুন। এইতো! হয়ে যাবে আপনার রবি ইন্টারনেট কানেকশন। ♦ Airtel: Airtel(এয়ারটেল এর জন্যঃ): যারা এয়ারটেল সিম ব্যাবহার করতে চাইছেন তারা Profile Name: AIRTEL-INTERNET টাইপ করুন। APN Static নির্বাচন করে internet লিখুন। Access Number *99***1# লিখুন। OK করে মেনু থেকে বের হয়ে যান। এখন মডেমে এয়ারতেল সিম দিয়ে গ্রামীনফোন মডেমের সঙ্গে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম  Form(connection) থেকে Profile Name: AIRTEL-INTERNET নির্বাচন করে Connect ক্লিক করুন।
♦ Banglalink: Banglalink(বাংলালিঙ্ক এর জন্যঃ ):যারা বাংলালিঙ্ক সিম ব্যাবহার করতে চাইছেন, তারা  Profile Name: Banglalink-WEB টাইপ করুন। APN Static নির্বাচন করে blweb লিখুন। Access Number *99***1# লিখুন। OK করে মেনু থেকে বের হয়ে আসুন। একই ভাবে প্রোফাইল নাম বাংলালিঙ্ক ওয়েব নির্বাচন করে কানেক্ট করুন। এভাবে আপনার গ্রামীনফোন মডেমে বাংলালিঙ্ক, এয়ারটেল কিংবা রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
Source: ♠ Hacker Is Better ♠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন