৮ অক্টো, ২০১৩

হার্ডডিস্ক পার্টিশন টিউটোরিয়াল Part 1(নতুন ড্রাইভ যোগ করা)





Windows অন রেখে পার্টিশন ম্যাজিক সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি আপনার হার্ডডিস্কের ড্রাইভ কমাতে পারবেন অথবা নতুন ড্রাইভ যোগ করবেন তা শেখাবোএকটু খেয়াল করে কাজ করবেনতা না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারেঅর্থাৎ আপনার হার্ডডিস্ক থেকে ডাটা মুছে যেতে পারে আগে একটু বলে রাখি, এটি উইন্ডোজ এর কোন ডিফল্ট সফটওয়্যার নয়আপনাকে ডাউনলোড করে বা সংগ্রহ করে ইন্সটল করে নিতে হবেধরুন, আপনার হার্ড ডিস্ক এ C,D,E,F,G নামের ৫টি ড্রাইভ আছেআপনি চাইছেন এখান থেকে ২টি বা ১টি ড্রাইভ কমাতে অথবা আরও ১টি ড্রাইভ বাড়াতেকারো পা হাত ধরা দরকার নাইএ কাজটি আপনি নিজেই করুনএকবার সফলভাবে করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন
"আজ হার্ডডিস্ক পার্টিশনের প্রথম পর্বে শেখাবো নতুন ড্রাইভ যোগ করা"
আসুন বিস্তারিত জানিঃ

১) প্রথমে নিচের লিঙ্ক থেকে partition magic 8.0 সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
or
or
২) এবার ইন্সটল করে নিন

৩) ইন্সটল করা হয়ে গেলে রান করুন

৪) একটি window আসবেআপনার হার্ডডিস্কের সবগুলো ড্রাইভ এখানে দেখা যাচ্ছে এবং এদের সাইজ ও দেয়া আছে

৫) নতুন ড্রাইভ যোগ করাঃ আপনি যদি নতুন একটি ড্রাইভ যোগ করতে চান, তাহলে ডান দিক থেকে pick a task এর নিচে create a new partition এ ক্লিক করুনএবার next button এ ক্লিক করুনএবার নতুন একটি window আসবেএখানে লেখা আছে where to create মানে নতুন ড্রাইভটি আপনি কোথায় create করবেন? আপনি কি C,D,E,F,G এর মাঝে নতুন ড্রাইভটি add করবেন? নাকি শেষের ড্রাইভ অর্থাৎ G ড্রাইভের পরে নতুন ড্রাইভটি create করবেন? এটা আপনার উপর নির্ভর করছেআমি G ড্রাইভের পরে add করছিতাহলে আপনি G ড্রাইভটিতে একটি ক্লিক করে সিলেক্ট করুন এবং G drive সিলেক্ট রেখে next button এ ক্লিক করুন(যদি অন্য কোন ড্রাইভের পর নতুন ড্রাইভ add করতে চান, তাহলে সেই ড্রাইভটি সিলেক্ট করে next button এ ক্লিক করুন)।
 


৬) এবার নতুন একটি window আসবেলক্ষ্য করুন, এখানে লেখা আছে Take space from which partitions? অর্থাৎ আপনি কোন ড্রাইভ থেকে জায়গা এনে নতুন ড্রাইভটি তৈরি করবেন? আপনি সব ড্রাইভ থেকে কিছু কিছু জায়গা নিয়ে নতুন ড্রাইভটি তৈরি করতে পারবেনঅথবা যে কোন একটি বা দুটি ড্রাইভ থেকেও জায়গা নিয়ে নতুন ড্রাইভটি তৈরি করতে পারবেনতবে অবশ্যই আপনার ড্রাইভগুলোতে ফাঁকা জায়গা থাকতে হবেধরুন আপনার D ড্রাইভের সাইজ ৫০ গিগাবাইটএখানে ফ্রি আছে ১৮ গিগাবাইটতাহলে আপনি চাইলে এখান থেকে ১৫ গিগাবাইট জায়গা নিতে পারবেন
তো খেয়াল করে দেখুন,আপনার ড্রাইভের সব নাম, ফ্রি স্পেস, ইউজড স্পেস সহ একটি টেবিল দেখা যাচ্ছেআপনি আপনার ইচ্ছানুযায়ী বাম দিকে টিক চিহ্ন দিয়ে
ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেনঅর্থাৎ যে যে ড্রাইভ থেকে আপনি জায়গা নিবেন, সেগুলো টিক চিহ্ন দিন


৭) এবার next button এ ক্লিক করুনএবার নতুন একটি window আসবে, এখানে আপনি আপনার নতুন ড্রাইভের সাইজ দিন(যদি সবগুলো ড্রাইভ সিলেক্ট করেন আর এই সাইজের ঘরে ১০ গিগাবাইট লিখে দেন,তাহলে নতুন ড্রাইভটি যে ১০ গিগাবাইটের হবে,সে সবগুলো ড্রাইভ থেকে সমপরিমান জায়গা নিয়ে আপনার ১০গিগাবাইটের ড্রাইভ তৈরি করবেটিক চিহ্ন না দিলে সেই ড্রাইভ থেকে জায়গা নিবেনা।), level এর ঘরে
ড্রাইভের নাম দিন(ধরুন নতুন ড্রাইভের নাম soft), file system type যেন FAT 32 থাকেএবার next বাটনে ক্লিক করুনএবার নতুন একটি window আসবেএখানে before আর after নামের দুটি বক্স দেখতে পাবেন before বক্সে আপনার হার্ডডিস্কের আগের ড্রাইভগুলোর নাম ও সাইজ দেখাচ্ছেআর after বক্সে নতুন ড্রাইভসহ আগের ড্রাইভগুলোর নাম ও সাইজ দেখাচ্ছেআপনি finish বাটনে ক্লিক করুন

 ৮) এবার  নতুন windowতে দেখতে পাবেন, আপনার নতুন পার্টিশনঅর্থাৎ আগের ও নতুন ড্রাইভ সহ নতুন একটি লিস্টপার্টিশনটি এখনো apply করা হয়নিআপনি যদি apply করতে চান,তাহলে উপরে close  বাটনে ক্লিক করুনএকটি মেসেজ দিবেআপনি এখান থেকে yes button এ ক্লিক করুনবাকি কাজ সফটওয়্যারটি নিজেই করে নিবে এবং কম্পিউটার রিস্টার্ট নিবে

৯) রিস্টার্ট নেয়ার পর কম্পিউটার চালু হলে দেখুন আপনার হার্ডডিস্কের পার্টিশন
সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপনার হার্ডডিস্কের আগের ডাটাগুলো কোন ক্ষতি হয়নি বা মুছে যায়নি

১০) ধন্যবাদ। 
আমাদের ফেসবুক ফ্যানপেইজ www.facebook.com/hackerisbetter
©Hacker Is Better 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন