২ অক্টো, ২০১৩

লোগো ডিজাইন (Logo Design)Part 1



আসসালামু আলাইকুম। লোগো টিউটোরিয়ালের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুব সহজে কিভাবে একটি লোগো তৈরি করা যায় তা শিখাবো। আশা রাখছি যারা একদমই ফটোশপের কাজ জানেন না , তারাও পারবেন। তবে আপনার কম্পিউটারে অবশ্যই ফটোশপ ইন্সটল করা থাকতে হবে। আসুন শুরু করা যাক।
উপরের লোগোটি আমি এই মাত্র তৈরি করলাম। এটা আরও গরজিয়াস করা যেত। কিন্তু যেহেতু আজ প্রথম টিউটোরিয়াল , তাই সিম্পল একটি লোগো তৈরি করে দেখালাম। আপনারা নিজেরা যদি একটু চেষ্টা করেন, কাজটি করতে পারবেন।
১) ফটোশপ ওপেন করুন। চিত্র ১ এর মত file>new ফাইল ওপেন করুন।



চিত্র-১






 ২) চিত্র ২ এর মতো একটি window আসবে। এখানে লাল চিহ্ন দেয়া মার্কটি লক্ষ্য করুন। এবং এভাবে ইমেজ সাইজটি দিয়ে দিন। এবং নিচের দিকে transparent লেখাটি সিলেক্ট করে ওকে ক্লিক করুন।
চিত্র ২
 ৩) চিত্র ৩ এর মত window আসলে আপনি বাম পাশের মেনু থেকে rectangle tool এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করলে আরেকটি window আসলে সেখান থেকে নিচের লাল রঙ্গে মার্ক করা অর্থাৎ custom shape tool সিলেক্ট করুন। 
চিত্র ৩
 ৪) চিত্র ৪ এর মত অবস্থাটি পেতে হলে আপনার নিউ ফাইলটির উপর মাউসের ডান বাটন ক্লিক করতে। কারন custom shape tool টি আপনি সিলেক্ট করেছিলেন। কিন্তু তা দেখতে হলে এভাবেই করতে হবে। অথবা উপরের দিকে একটি নতুন বাটন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলেও পাবেন।
চিত্র ৪
 ৫) চিত্র ৫ এর মত এই star বানাতে হলে। চিত্র ৪ এ লক্ষ্য করুন।আগেই বলে রাখি, আপনার লোগোর কালার অর্থাৎ স্টার যে তৈরি করছেন, তার কালার আপনাকে আগেই নির্বাচন করতে হবে। এ জন্য বাম পাশ থেকে foreground color টিতে ক্লিক করে আপনার পছন্দ অনুসারে একটি কালার সিলেক্ট করে রাখুন। চিত্রে যে একটি বক্স দেখছেন, সেখানে অনেক ছোট ছোট icon আছে। আপনি নিজের ইচ্ছা অনুসারে একটি সিলেক্ট করুন। আমি এখানে স্টার সিলেক্ট করেছি। আপনি স্টার সিলেক্ট করে খালি ইমেজের উপর (মাঝখান বরাবর ) ক্লিক করে ছাড়বেন না। আপনার নিজের পছন্দঅনুযায়ী ডান /বাম / উপর/ নিচে উঠিয়ে / নামিয়ে সরিয়ে সাইজটি মোটামুটি সুন্দর একটি ফর্মে আনুন। আমারটা লক্ষ্য করুন। ঠিক মাঝখান বরাবর আছে। আপনিও এভাবেই করুন। যদি সাইডে চলে যায়, তাহলো বাম পাশে move tool এ ক্লিক করে তারপর স্টার এর উপর ক্লিক করে ডানে /বামে সামনে পিছনে সরিয়ে নির্দিষ্ট অবস্থানে আনতে পারবেন। 
চিত্র ৫
 ৬) চিত্র ৬ এ দেখছেন আমি আরেকটি ধানের শীষের মত একটি আইকন যোগ করেছি। এটা না করলেও হবে। কিন্তু একটি গরজিয়াস করার জন্যই করলাম। এ জন্য উপরের যে custom shape tool আছে, সেখান থেকে আমি ধানের শীষের মত আইকন ক্লিক করে ইমেজের উপর আগের মত ক্লিক করে ছেড়ে দেইনি, যতক্ষণ না আমি নির্দিষ্ট অবস্থানে বসাতে পেরেছি। এটা আপনি যে কোন জায়গায় বসাতে পারেন। ছোট / বড় করা আপনার ইচ্ছা।
চিত্র ৬
৭) চিত্র ৭ এ দেখছে, ধানের শীষের কালার চেঞ্জ হয়ে গেছে। এর জন্য উপরের style button এ ক্লিক করলে অনেক গুলো colour sample পাবেন। আপনার পছন্দ মত কালার স্যাম্পলে ক্লিক করুন। 
চিত্র ৭
 ৮) চিত্র ৮ এ আরেকটি প্যাঁচানো আইকন এড করেছি। আগেরি নিয়মেই। আপনি চাইলে নাও করতে পারেন।
চিত্র ৮
 ৯) চিত্র ৯ শেষ ধাপ। এবার ফাইল মেনু থেকে save as এ ক্লিক করুন। file name আপনার ইচ্ছানুযায়ী। তবে file type এর .png সিলেক্ট করে সেভ করে বের হয়ে আসুন। এবার তৈরি করা লোগোটি দেখুন।
চমৎকার হয়েছে না? এটা চাইলে যে কোন ছবির উপর এড করতে পারবে। কাটা কাটির ঝামেলা নাই। কারন আমি transparent হিসেবে তৈরি করেছি। কোন ছবির উপর এড করতে , ছবিটি ওপেন করুন। এবং এই লোগোটিও ওপেন করুন। ফটোশপ দিয়ে। তারপর এই লোগোটি কপি করে ঐ ছবির উপর পেস্ট করে দিন। এবার পেস্ট করা লোগোটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে, নতুন একটি window আসলে সেখানে থেকে free transform এ ক্লিক করুন। এবার লোগোটির উপর ক্লিক করে না ছেড়ে চারদিকে সরাতে পারবে। ছোটবড় ও করতে পারবেন। 
 
চিত্র ৯
কপিরাইট Hacker Is Better 2013
কিছু জানতে হলে মন্তব্য করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন