৬ এপ্রি, ২০১২

"Microsoft Word will Talk!!!!"



"Microsoft Word will Talk!!!!"
"কথা বলবে Microsoft Word!!! " 

চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের ইংরেজি লেখাগুলোকে শব্দে রুপান্তর করা যায়। অর্থাৎ ওয়ার্ডের লেখা
স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে কম্পিউটার। এর জন্য লাগবে " Microsoft talk-it " নামের
একটি সফটওয়্যার। মাত্র ৫২৮ কিলোবাইটের ছোট এই সফটওয়্যার নামিয়ে নিতে হবে।

ঠিকানার ওয়েবসাইট থেকে। এরপর জিপ যাইলটি খুলুন। সফটওয়্যারটি বহনযোগ্য (portable) বলে ইন্সটলের
ঝামেলা নেই। এরপর সফটওয়ারটি চালু করুন।
ওয়ার্ড থেকে যেকোনো একটি ইংরেজি ডকুমেন্ট কপি করে এনে ট্যাক্সট লেখার নির্দিষ্ট বক্সে পেস্ট
করুন এবং Talk it অপশন চাপুন। তাহলেই ফাইলটি সফটওয়ার পড়ে শোনাবে। মজার ব্যাপার হল, আপনি
ইচ্ছা করলে আপনি বিভিন্ন রকম কণ্ঠে টেক্সট শুনতে পারেন।
  যেমন  শিশুর কণ্ঠ, বৃদ্ধ কণ্ঠ, মেয়ের কণ্ঠ , ছেলের কণ্ঠ, রোবটের কণ্ঠ, সুরেলা কণ্ঠ।
উদাহরণস্বরূপ বালা যায়, আপনি যদি সুরেলা কণ্ঠে শুনতে চান, তাহলে Personality অপশন থেকে নির্বাচন করুন।
এখন ওয়ার্ড থেকে কপি করে আনা টেক্সট খালি বক্সে পেস্ট করুন এবং অপশনে ক্লিক করুন। তাহলেই
সুরেলা কণ্ঠে কম্পিউটার টেক্সট পড়ে শোনাবে। এভাবে আপনি ২০ টি ভিন্ন রকম কণ্ঠে টেক্সট শুনতে পারবেন।

ভাল লাগলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন যে আপনি আমাদের সাথে আছেন।
শেয়ার করুন বন্ধুর / নিজের ওয়াল এ।
ধন্যবাদ।

Dear foreign fanz.....today i will share a funny but interesting tips...
we all use Microsoft  word for our various purpose...but if Microsoft word talks...then ?
yes itz possible...just download a very tiny software from this link..
click here to downlaod
yes fanz....this software is portable..and after downloaded the software....open the zip file..now start the software....copy any word from the document file and past on the box...and press Talk it option...now the software will read the text...the funny thing is that...u can hear the text in different voices..like...girl,baby, old man,robot, etc.


                                                      Source: ♠ Hacker Is Better ♠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন