১৭ এপ্রি, ২০১২

অভ্র দিয়ে বাংলা লিখুন ফটোশপে


অভ্র দিয়ে বাংলা লিখুন ফটোশপে


যাঁরা অ্যাডোব ফটোশপে ছবি নিয়ে বিভিন্ন কাজ করে থাকেন, তাঁরা প্রায়ই বাংলা লিখতে গিয়ে একটা সমস্যায় পড়েন। সেটা হলো বাংলা লেখার সফটওয়্যার ‘অভ্র’ দিয়ে কোনো শব্দ লিখলে সেটা কপি করে অ্যাডোব ফটোশপে নিলে তা আর পড়া যায় না। লেখার ফন্টগুলো নষ্ট হয়ে যায়। এর কারণ হলো, অ্যাডোব ফটোশপ ইউনিকোড সমর্থন করে না। এ সমস্যা এখন আর কোনো ব্যাপারই নয়। 

আপনি চাইলেই অভ্র দিয়ে লেখা যেকোনো কিছু সরাসরি অ্যাডোব ফটোশপে ব্যবহার করতে পারবেন। এ জন্য অন্য কোনো সফটওয়্যারও ব্যবহার করতে হবে না, অভ্র দিয়েই হবে। 
সবার প্রথমে অভ্র-এর টাস্কবার থেকে সেটিংসে ঢুকুন। তাহলে একটি তালিকা আসবে। তালিকা থেকে ৪ নম্বর অর্থাৎ Unicode to bijoy text converter-এ ক্লিক করুন। তাহলে নতুন একটি বক্স আসবে। যা লিখতে চান, সেটা অভ্র ব্যবহার করে ওপরের অংশে লিখে ফেলুন। এবার Convert To Bijoy Encoding ট্যাবে ক্লিক করুন। এবার লেখাটি রূপান্তরিত হয়ে নিচের অংশে চলে আসবে। এখন এই নিচের অংশের লেখাটি কপি করে অ্যাডোব ফটোশপে ব্যবহার করতে পারবেন। 
মনে রাখবেন, এ ক্ষেত্রে লেখা কপি করে নেওয়ার পর অ্যাডোবে নিয়ে বাংলা যেকোনো ফন্ট নির্বাচন করে দিতে হবে। 
একই ভাবে এসব লেখা পেইন্ট বা অন্য যেকোনো সফটওয়্যারেও ব্যবহার করতে পারবেন, যদি তা বাংলা ফন্ট সমর্থন করে।

Source: Hacker Is Better

1 টি মন্তব্য:

  1. পোষ্টের জন্য ধন্যবাদ। অনেক সহজভাবেই ব্যাপারটা উপস্থাপন করেছেন আপনি। আশা করি, সবাই উপকৃত হবে।

    কষ্ট করে, আমার লেখাটাও একটু দেখে নিবেন: http://www.tech-tunes.com/computer/others-problem/1331

    উত্তরমুছুন