২ এপ্রি, ২০১৭

"পেনড্রাইভে ফাইল আছে কিন্তু পেনড্রাইভ খালি দেখাচ্ছে?"

"পেনড্রাইভে ফাইল আছে কিন্তু পেনড্রাইভ খালি দেখাচ্ছে?"
নিচের পদ্ধতিটি অনুসরন করুন।
100% working tips
১। প্রথমে run এ যেয়ে cmd (command prompt)
খুলুন।
২। এবার পেনড্রাইভটির ড্রাইভের নামটি কি নামে আছে তা দেখে নিন মাই কম্পিউটারে
যেয়ে। দেখবেন পেনড্রাইভটির ড্রাইভ নেম I বা H বা অন্য লেটার হতে পারে।
৩। এবার cmd তে পেনড্রাইভের ড্রাইভ নামটি লিখুন।
যেমনঃ I: লিখে enter চাপুন।
৪। এবার নিচের লেখাটির মত হুবহু লিখে enter চাপুন।
attrib -s -h -r /s /d
৫। এবার আপনার পেনড্রাইভে গিয়ে দেখুন লুকিয়ে থাকা ফাইলগুলো চলে এসেছে।
পোস্টটি ফেসবুকে দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Hacker Is Better

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন