Main Image |
After Rain Effect |
কাজটি কিভাবে করবেন? নিচে step by step দেখাচ্ছি, আশা রাখছি আপনি খুব সহজেই কাজটি প্র্যাকটিস করে শিখে ফেলতে পারবেন।
Step 1: Duplicate The Background Layer
প্রথম কাজ হচ্ছে, Background
layer এর Duplicate তৈরি করতে হবে।
নিচের ছবিটি হচ্ছে Backgroud
layer.এর Duplicate layer তৈরি করতে
কি বোর্ড থেকে crtl+J চাপুন।
খেয়াল করে দেখুন, নিচের ছবিটির মতো background layer এর উপর
Layer 1 নামের একটি নতুন লেয়ার এসেছ। যা background
layer এর ডুপ্লিকেট।
Step 2: Add Some Extra Canvas Space Around The Image
এখন নিচের ছবির মতো background
color white এবং foreground color
Black করে নিন।
এবার crop tool ব্যবহার করতে হবে। এজন্য নিচের ছবিটির মতো crop
Tool টি
সিলেক্ট করে নিন। এবার ইমেজের উপর থেকে ক্লিক করে নিচের দিকের শেষ পর্যন্ত drag করুন। এবার ইমেজের window টির নিচের দিকের শেষ প্রান্তে Arrow চিহ্ন আসলে ক্লিক করে ইমেজের window টি নিচের দিকে টেনে বড় করে নিন।এবার নিচের ছবিটির মত উপর – নিচের ও ডানে – বামে selected প্রান্ত গুলো টেনে একটু বড় করে নিন। এবার কীবোর্ড থেকে Enter চাপুন। অতিরিক্ত জায়গাটি সাদা হয়ে গেছে।
Step 3: Add A New Blank Layer
এবার একটি নতুন blank layer
নিতে হবে। তাই ডান দিকের নিচে create a
new layerবাটনে ক্লিক করুন। নিচের ছবিটির মতোঃ
খেয়াল করুন, layer 1 এর উপর layer 2 নামের একটি
নতুন layer দেখা যাচ্ছে।
নিচের ছবির মতোঃ
নিচের ছবির মতোঃ
Step 4: Fill The New Layer With Black
এবার কীবোর্ড এর Alt বাটন চেপে backspace এ(Alt+Backspace) press করুন।
আপনার আসল ছবিটি temporarily
hide হয়ে যাবে। ছবিটি সম্পূর্ণ কালো হয়ে যাবে।
Step 5: Add Noise To The Layer
এবার Filter >Noise>Add noise এ ক্লিক করুন। নতুন একটি window আসলে
amount 150.00 % করে দিন। Distribution টি Uniform করে দিন।এবং Monochromatic
এ টিক দিয়ে ওকে করে দিন। নিচের ছবির মতোঃ
Step 6: Apply The Gaussian Blur Filter To The Noise
Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করুন।
নতুন একটি window আসলে
Radius 0.5
করে দিয়ে ওকে করুন।Step 7: Add A Levels Adjustment Layer
নিচের ছবির মতো
ডান দিকের নিচে কীবোর্ড থেকে Alt চেপে ধরে create new fill or adjustment layer
ডান দিকের নিচে কীবোর্ড থেকে Alt চেপে ধরে create new fill or adjustment layer
ক্লিক করে না ছাড়বেন না, একটি লিস্ট
আসলে, সেখান থেকে level এ ক্লিক করলে
নতুন একটি window আসবে। নিচের ছবির মতোঃ
Layer to Create Clipping Mask:
নতুন যে window টি আসবে, সেখানে use previous layer to create clipping
mask এর উপর টিক দিয়ে ওকে করে দিন।
Step 8: Reduce The Amount Of Noise And Increase Its Contrast
এখন আরেকটি নতুন window আসলে
Input Levels 134 1.00 189 করে ওকে করে দিন।
Input Levels 134 1.00 189 করে ওকে করে দিন।
নিচের ছবির মতোঃ
OK করার পর নিচের ছবির মতো আসবে
Step 9: Apply The Motion Blur Filter To The Noise
এবার layer 2 এর
উপর ক্লিক করুন।
Filter>Blur>Motion blur ক্লিক করুন। একটি Dialog box আসলে Angle 60 এবং Distance 50 করে ওকে করে দিন। নিচের ছবিটির মতোঃ
Filter>Blur>Motion blur ক্লিক করুন। একটি Dialog box আসলে Angle 60 এবং Distance 50 করে ওকে করে দিন। নিচের ছবিটির মতোঃ
Step 10: Re-Adjust The Black And White Sliders In Levels As Needed
নিচের ছবিটির মতো Layer
palette এর উপর double
click করুন। নিচের ছবির মতো একটি window আসলে সেখানে Input Levels 73 1.00 158 করে ওকে করে দিন।
Ok ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি ছবি আসবে।
Ok ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি ছবি আসবে।
Step 11: Crop Away The Extra Canvas Space
এবার Layer 1 এর
উপর right click করুন। তারপর select
pixels এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য
করুন।
নিচের ছবিটির মতো পাশের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এবার Image menu থেকে crop এ ক্লিক করুন। কাজ হয়ে গেলে কিবোর্ড থেকে crlt+D চাপুন।
নিচের ছবিটির মতো পাশের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এবার Image menu থেকে crop এ ক্লিক করুন। কাজ হয়ে গেলে কিবোর্ড থেকে crlt+D চাপুন।
Step 12: Change The Blend Mode Of The Noise Layer To “Screen”
কাজ প্রায় শেষের দিকে।Layer 2 এর উপর একটি ক্লিক করে সিলেক্ট করুন। এবার Layers /
Channel / Paths এখান থেকে Layers এ ক্লিক করুন। প্রাথমিক অবস্থায় Normal ছিল, আপনি Screen এ
ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
আপনি এখন আপনার original ইমেজে উপর বৃষ্টির effect দেখতে
পাবেন।
নিখুঁত ভাবে কাজটি করা হয়ে গেল।
এছাড়া নিচের কাজটিও দেখতে পারেন। এটাও একইভাবে rain effect দিয়ে করা।
Add caption |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন