২৬ মে, ২০১৪

How to add password to RAR file?

  




Hello ...fanz....how are you all? Today I am going to share a solution for setting a password to RAR file. Use this trick...You can secure your important RAR files from now. So follow the steps which are given below:



Step 1:Right click and choose Add files to archive. A new window will open.  (Look @ Image 1)

Image 1







Step 2: Now click on Advanced tab and then click on Set password.Another new window will be opened.Set your password and don't forget to select the "Encrypt file names" box. Otherwise it will not work....remember. (Look @ Images 1 & 2)

Image 2


Step 3: Now press ok button. You are done !....Look @ Image 4. Whenever you will try to open this rar file...it will ask you to put proper password ;) Enjoy!!!!

Image 3




Image 4



                                       Please like my facebook fan page HACKER IS BETTER                                       
Hacker Is Better

২৪ মে, ২০১৪

ইউটিউব এর সঠিক ব্যবহার করা নিয়ে কিছু কথা বলছি...

                   www.youtube.com



শখের বসে ৩জন বন্ধু ইউটিউব তৈরি করেছিল। আর আজ এর অবস্থান কোথায় তা সবার জানা। আমার পছন্দের ওয়েব সাইটগুলোর মধ্যে এটি অন্যতম। ইউটিউব এর সঠিক ব্যবহার করা নিয়ে কিছু কথা বলছি... 

>>> ৮০% এর ও বেশি ইন্টারনেট ইউজার ইউটিউব ব্যবহার করছে মুভি দেখার জন্য / গান / ফানি ক্লিপ্স / আপত্তিকর ক্লিপ্স ইত্যাদি দেখে। কিছু ইউজার শিক্ষামুলক ভিডিও চিত্র দেখছে আবার কিছু ইউটিউবকে নিজের শিক্ষক বা বিপদের বন্ধু বানিয়ে নিয়েছে। সেটা আবার কি? ইউটিউবকে নিজের বিপদের বন্ধু বা শিক্ষক বানিয়ে নিন। দেখবেন আপনার জন্য এটা অসম্ভব সাফল্য বয়ে নিয়ে আসবে। সেটা কিভাবে? ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে। আপনি বই দেখে যা শিখতে চেষ্টা করেন, ভিডিও টিউটোরিয়াল থেকে তার চেয়ে আরও কম সময়ে ও ভালভাবে বুঝতে পারবেন। তাহলে ইউটিউব আপনার শিক্ষক হয়ে গেল। এবার বিপদের বন্ধু কেন বললাম তা বলছি।

আমি যখন CSE 4th year এ পড়ি, তখন আমার এক ক্লাসমেইটকে রিকুয়েস্ট করেছিলাম আমাকে পিএইচপি শিখাতে, তার জন্য আমি তাকে পে করে দিব তাও বলেছিলাম। কিন্তু সে আমাকে পরে জানাবে বলে ............ .........!!!!! এরপর নিজের মধ্যে জিদ কাজ করলো। ইউটিউবে প্রথমে পিএইচপির বাংলা টিউটোরিয়াল যত আছে সব ডাউনলোড করলাম। এবং এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ্‌ ৬০% পিএইচপি আমি নিজে নিজেই শিখে ফেলেছি। তাই ইউটিউবকে আমার বিপদের বন্ধু বললে ভুল হবেনা।

অযথা মুভি, অশালীন ক্লিপ্স না দেখে ইউটিউবকে ভাল কাজে ব্যবহার করুন। এতে আপনি গুনাহ থেকে বাঁচবেন অন্যদিকে অনেক কিছু শিখতে পারবেন।

পৃথিবীর সব দেশ ঘুরেছে এমন মানুষ আছে কিনা জানিনা। আর একার পক্ষে সব দেশ ঘুরে বেরানো কারও পক্ষে সম্ভব নয়। ইউটিউব ব্যবহার করে আপনি বিভিন্ন দেশ থেকে ঘুরে আসতে পারছেন, জানতে পারছেন সেসব দেশের ইতিহাস, দেখতে পাচ্ছেন পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো।

Must Share...
সবাই ভাল থাকবেন।
Hacker Is Better

২৩ মে, ২০১৪

How to repair missing or corrupted system files?



কিভাবে সিস্টেমের নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফাইল রিপেয়ার করবেন? নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

Windows 7, 8, 8.1, Vista users are facing this problem regularly... So I am sharing a solution for this problem. I hope it will help you. So follow the steps...


1) Go to start and at the run box... type cmd.

2) Right click on cmd and click on Run as administrator.

3) At the command prompt, type the following command, and then press Enter

sfc /scannow
4) Now system scan will be started and missing or corrupted files will be repaired automatically .

5) Enjoy....!!!!
                 ........................................................................................

১) start>run এ যেয়ে cmd লিখুন।

২) cmd এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন।

৩) command prompt ইন্টারফেসটি খুললে sfc /scannow
লিখে enter চাপুন।

৪) এবার সিস্টেম স্ক্যান শুরু হবে এবং অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে।

[পিসি বার বার হেং করা, এরর মেসেজ প্রদর্শন করলে ধরে নিতে পারেন যে আপনার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ ফাইল মিসিং হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সে ক্ষেত্রে এই টিপসটি অনুসরণ করতে পারেন। ধন্যবাদ]

Like my facebook fan page.....Hacker Is Better 





Hacker Is Better

spread your knowledge