২৪ ফেব, ২০১৪

কিভাবে পিসি থেকে Recent Document History Disable করবেন?




আপনার পিসিতে Recent Document History অপশনটি রাখতে চাইছেন না? কিভাবে এটা stop করা যায়?

জেনে নিনঃ

১) প্রথমে windows + R অথবা start মেনু থেকে run এ যেয়ে regedit টাইপ করে  enter চাপুন।

২) এবার   "HKEY_CURRENT_USERS\Software\Microsoft\Windows\currentVersion\Policies\Explorer" এই directory তে যান।



৩)  উইন্ডোটির ডান দিকে  মাউসের রাইট বাটন ক্লিক করে New> DWORD(32-bit)value-তে ক্লিক করুন।

৪) রিনেম করে  NoRecentDocsHistory লিখে দিন।

৫) রিনেম করা হয়ে গেলে enter চাপুন। এবার তৈরি করা ফাইলটিতে ডাবল ক্লিক করে এর value 1 করে  base Hexadecimal এ রেখে ok বাটনে ক্লিক করুন।


৬) এবার আপনার পিসি রিস্টার্ট করুন। এখন আর Recent Document History-তে কোন History থাকবেনা।

Note: যদি আগের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে ১ ও ২ নম্বর ধাপ অনুসরন করুন। তারপর ডান দিকে থাকা Recent Document History ফাইলটি ডিলিট করে বের হয়ে আসুন।

আমার ফেসবুক ফ্যানপেজ
Hacker Is Better  

©Hacker Is Better